শিলিগুড়ি: শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই মাধ্যমিক নিয়ে প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যেই যাতায়াত করতে পারে, তারই ব্যবস্থা করা হল উত্তরবঙ্গে। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো, তার জন্য দিতে হবে না কোনও ভাড়া। শিলিগুড়ি রিকশা ইউনিয়নের তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষাকেন্দ্র তৈরি হয়েছে, সবকটিতেই পৌঁছে দেবে ও বিনামূল্যের টোটো। এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনও মাথাব্যাথা থাকবে না বলেই মনে করা হচ্ছে।
শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এই পরিষেবা উদ্বোধন করেন। জানা গিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ সকাল থেকেই চালু হয়ে যাবে বিনামূল্যের ওই টোটো পরিষেবা। এলাকায় রয়েছে কয়েক হাজার পরীক্ষার্থী। তারা এই সিদ্ধান্তে খুশি।
এ বছর থেকে বদলে গিয়েছে মাধ্যমিকের সময়সূচি। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে আর শেষ হত দুপুর ৩টেয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বদলে দেওয়া হয়েছে সময়। এবার পরীক্ষা শুরু হচ্ছে ৯ টা ৪৫ মিনিটে আর শেষ হবে দুপুর ১টায়। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হবে। তাই অনেক সকালেই পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে। প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের এ ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে প্রশ্ন তুলে মামলাও হয়েছিল হাইকোর্টে।