Siliguri News: নেপালে পা রাখার আগেই গ্রেফতার! হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা

Indonesian Held in Siliguri: ওই অভিযুক্ত ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা। ভারতীয় আধার কার্ড ও পরিচয়পত্র নিয়ে নেপাল, তুরস্ক-সহ নানা জায়গায় ঘুরে বেরিয়েছে সে। সীমান্ত অতিক্রম করতে একাধিকবার ওই নকল পরিচয়পত্র ব্যবহার করেছেন। কিন্তু কেন এত লুকোছাপা? কোন কাজেই বা ভারতেও ঢুকে ছিলেন ওই ইন্দোনেশিয়ান মহিলা? এতদিন ধরে থাকছিলেনই বা কেন?

Siliguri News: নেপালে পা রাখার আগেই গ্রেফতার! হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা
গ্রেফতার অভিযুক্ত Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Sep 05, 2025 | 1:42 PM

শিলিগুড়ি: ইন্দোনেশিয়ান মহিলার হাতেও রয়েছে ভুয়ো আধার কার্ড। বৃহস্পতিবার সন্ধ্য়ায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ওই বিদেশিনীকে গ্রেফতার করে এসএসবি-র ৪৪১ নম্বর ব্য়াটালিয়ন বর্ডার ইন্টারঅ্যাকশন টিম। সন্দেহের বশেই প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর একটু চেপে ধরতেই বেরিয়ে আসে সব সত্যি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্ত পারাপারের সময় নিজেকে একজন ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিয়েছিলেন ওই অভিযুক্ত ইন্দোনেশিয়ান মহিলা। কিন্তু মহিলার দাবির পরেও সন্দেহ জাগে এসএসবি জওয়ানদের মনে। সূত্রের খবর, এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন জওয়ানরা। ক্ষণিকের মধ্য়ে সবটা স্বীকার করে ফেলেন ওই মহিলা। তার আসল নাম নি কাদেক সিসিয়ানি। কিন্তু ভুয়ো আধার কার্ড অনুযায়ী, ভারতে তার নাম নিয়োমান মুরনি। এই নামেই ভারতের নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন অভিযুক্ত। বছরের পর বছর থেকেছেন মুম্বইয়েও।

কোথা থেকে পেলেন আধার কার্ড?

এসএসবি সূত্রে খবর, মুম্বই হয়ে বাগডোগরা থেকে নেপালের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। মুম্বইয়ে তিনি থাকেন বছর দশেক ধরে। সেখান থেকেই একজন এজেন্টের থেকে ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করেছিলেন তিনি। তারপর সেই পরিচয়পত্রকে হাতিয়ার করেই ঘুরে বেরিয়েছে দেশের নানা জায়গায়। কিন্তু দেশছাড়ার আগেই ভিনদেশিকে ধরে ফেলল এসএসবি।

বালির বাসিন্দা কেন এল ভারতে?

ওই অভিযুক্ত ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা। ভারতীয় আধার কার্ড ও পরিচয়পত্র নিয়ে নেপাল, তুরস্ক-সহ নানা জায়গায় ঘুরে বেরিয়েছে সে। সীমান্ত অতিক্রম করতে একাধিকবার ওই নকল পরিচয়পত্র ব্যবহার করেছেন। কিন্তু কেন এত লুকোছাপা? কোন কাজেই বা ভারতেও ঢুকে ছিলেন ওই ইন্দোনেশিয়ান মহিলা? এতদিন ধরে থাকছিলেনই বা কেন? অবৈধ অভিবাসী নাকি বিশেষ কোনও অভিযানে আসা? সেই উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই তাকে খরিবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি। শুক্রবার তোলা হবে শিলিগুড়ি আদালতে।