
দার্জিলিং: মদন তামাং হত্যা মামলায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে পুরাণ বাহাদুর নামে ওই অভিযুক্তকে। ২০১০ সালে পাহাড়ে খুন হয়েছিলেন অখিল ভারতীয় গোর্খা লিগের তৎকালীন প্রেসিডেন্ট মদন তামাং। অভিযুক্তদের নাম সামনে আসার পরই পালিয়ে যান এই পুরাণ বাহাদুর। তিনি দার্জিলিং ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে থাকতে শুরু করেন বলে সিবিআই সূত্রে খবর।
বৃহস্পতিবার, বেঙ্গালুরুর আনেকাল তালুকা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। ২০১১ সালে এই হত্যা-মামলার তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটে নাম ছিল এই পুরাণ বাহাদুরের। তবে ২০১৭ সাল থেকে বিচারপ্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকতেন না তিনি। আদালত তাঁকে তলব করলেও, হাজিরা দেননি তিনি। এরপর তাঁর বিরুদ্ধে ওয়ারান্ট জারি হয়। গোপন সূত্রে সিবিআই-এর কাছে খবর যায়, ওই ব্যক্তি আছেন বেঙ্গালুরুতে। সেই তথ্যের উপর ভিত্তি করে এদিন পুরাণ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে।
২০১০ সালের মে মাসে সভা করতে গিয়ে রাস্তার উপর খুন হতে হয় মদন তামাং-কে। অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নিকল তামাংকে গ্রেফতার করা হয়। পরে সেই হত্যাকাণ্ডে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। সিবিআই-এর পেশ করা চার্জশিটে নাম ছিল বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, বিনয় তামাংদের।