Mahakumbh: ভয়ঙ্কর ভিড় ট্রেনে, বসার জায়গাও পাননি, কুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথেই দমবন্ধ হয়ে মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার

Siliguri: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ই ফেব্রুয়ারি রমেশ জয়সওয়াল তাঁর এক বন্ধুর সঙ্গে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর তিনি স্নান করে ১০ই ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ট্রেনের কামড়ায় অত্যাধিক ভিড় ছিল বলে দাবি রমেশের পরিবারের লোকজনের।

Mahakumbh: ভয়ঙ্কর ভিড় ট্রেনে, বসার জায়গাও পাননি, কুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথেই দমবন্ধ হয়ে মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার
মহাকুম্ভ থেকে ফেরার পথে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2025 | 9:21 AM

শিলিগুড়ি: পুণ্য অর্জনে গিয়েছিলেন মহাকুম্ভে। কিন্তু পথে মর্মান্তিক দুর্ঘটনা। ফেরা হল না বাড়িতে। ট্রেনের ভিতরেই দমবন্ধ হয়ে মৃত্যু যাত্রীর। শিলিগুড়ির বাড়িতে এল নিথর দেহ। মৃতের নাম রমেশ জাসওয়াল। জানা গিয়েছে, মহাকুম্ভে পূণ্যস্নান করেছিলেন। তারপর বাড়ি ফেরার জন্য চড়েছিলেন ট্রেনে। যাত্রা থেকে ফেরার পথে ট্রেনেই ভিড়ের চাপে মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ই ফেব্রুয়ারি রমেশ জয়সওয়াল তাঁর এক বন্ধুর সঙ্গে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর তিনি স্নান করে ১০ই ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ট্রেনের কামড়ায় অত্যাধিক ভিড় ছিল বলে দাবি রমেশের পরিবারের লোকজনের। বসার জায়গা পাননি তিনি। শেষে প্রবল ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি হয়। শুরু হয় অস্বস্তি। তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ আজ শিলিগুড়িতে নিয়ে আসে পরিবার।

এ দিকে, গতকাল বাংলার আরও দুজনের মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় প্রাণ যায় তাঁদের। জানা গিয়েছে বিহারের সাশারাম এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এতেই প্রাণ যায় দুই মহিলার। মৃতের মধ্যে একজনের নাম লক্ষী চক্রবর্তী (৪০)। অন্যজন দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য উজ্বল দাসের স্ত্রী জিতু দাস। (৩৮)। গুরুতর জখম হয়েছেন চারজন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।