SIR Hearing: রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজকে এসআইআর-এর শুনানিতে
SIR in Bengal: এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। তোপ দাগেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, “মহারাজদের একটা পরম্পরা আছে। তাঁরা যখন সন্ন্যাস নেন তখন তাঁরা আগের জন্ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে দীক্ষিত হন। তখন তাঁদের মা বাবার নামও সেই ভাবেই দেন।”
শিলিগুড়ি: শিলিগুড়ির রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজকে ডাকা হল এসআইআর-এর শুনানির জন্য। এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। মহারাজের নথিতে বাবার নাম হিসেবে ‘রামকৃষ্ণ’ এবং মায়ের নাম হিসেবে ‘সারদামণি’ উল্লেখ থাকায় তাঁকে এসআইআর (SIR) শুনানিতে ডাকা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। তোপ দাগেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, “মহারাজদের একটা পরম্পরা আছে। তাঁরা যখন সন্ন্যাস নেন তখন তাঁরা আগের জন্ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে দীক্ষিত হন। তখন তাঁদের মা বাবার নামও সেই ভাবেই দেন।”
