CM Mamata Banerjee: ‘রাজ্যের জিএসটি লুট, আর বলছে ঝুট’, বঞ্চনা নিয়ে হিসাব কষে কেন্দ্রকে আক্রমণ মমতার

Mamata on GST: জিএসটির পাশাপাশি সুর চড়ান এসআইআর নিয়েও। মমতার স্পষ্ট কথা কোনওভাবেই দু’মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। পরিস্থিতি যতই বিপরীত হোক প্রশাসনের কর্তাদের সর্বতভাবে মানুষের পাশে থাকার কথাও বলেন।

CM Mamata Banerjee: ‘রাজ্যের জিএসটি লুট, আর বলছে ঝুট’, বঞ্চনা নিয়ে হিসাব কষে কেন্দ্রকে আক্রমণ মমতার
তীব্র আক্রমণ মমতার Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 10, 2025 | 7:26 PM

শিলিগুড়ি: “আমি মনে করি জিএসটি তুলে দেওয়া উচিত।” রাজ্যের বঞ্চনা নিয়ে ফের একবার সরব হতে দেখা গেল মমতাকে। গিয়েছেন ৩ দিনের উত্তরবঙ্গ সফরে। প্রথমদিনেই করেন প্রশাসনিক বৈঠক। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের দুর্গতদের পাশে কীভাবে রয়েছে রাজ্য সরকার, কত টাকার আর্থিক সহায়তা করা হয়েছে সেই তথ্য তুলে ধরেন। আর সেই মঞ্চেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সুর চড়িয়ে বলেন, “আমরা প্রথম পার্টে বলেছিলাম জিএসটি হওয়া উচিত। অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন। আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের বড় ব্লান্ডার এটা। আজ ট্যাক্সের সব থাকা রাজ্য থেকে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র সরকার। আমাদের ভাগের টাকা না দিয়ে বিজেপিশাসিত রাজ্যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত।” 

এখানেই না থেমে স্বাস্থ্য বিমা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, “দেখছি রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে হেলথ ইনস্যুরেন্সের সব টাকা কেন্দ্র সরকার ফ্রি করে দিয়েছে। এক্কেবারে ঝুট! টোটাল লুট। রাজ্যের জিএসটি লুট, আর বলছে ঝুট। স্বাস্থ্য বিমা ফ্রি করার জন্য আমাদের রাজ্য থেকে ২০ হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে।” 

কী বললেন এসআইআর নিয়ে? 

জিএসটির পাশাপাশি সুর চড়ান এসআইআর নিয়েও। মমতার স্পষ্ট কথা কোনওভাবেই দু’মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। পরিস্থিতি যতই বিপরীত হোক প্রশাসনের কর্তাদের সর্বতভাবে মানুষের পাশে থাকার কথাও বলেন। প্রশাসনিক বৈঠক থেকেই বলেন, “ডিএম, এসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা সবাইকে বলব মানুষের সঙ্গে থাকবেন। নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতে সাহায্য করবেন। কারও কোনও ডকুমেন্ট হারিয়ে গেলে সেই বিষয়ে খোঁজখবর নিয়ে ডকুমেন্টগুলো করে দেবেন যাতে লোকজনকে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তাঁরা সবাই আমাদের দেশের নাগরিক। বৈধ নাগরিকরা যেন বঞ্চিত না হয় সেটা দেখতে হবে।”

উদ্বেগ-উৎকণ্ঠার আবহে সাধারণ মানুষকে ভরসা দিয়ে মমতা বলেন, “চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। সবাই নিজের মতো এসআইআর করুন। যাঁরা ভাবছেন আমার কাছে কিছু নেই তাঁরা তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, ৫ কেজি রেশন পান, লক্ষ্মীর ভান্ডার আছে সেগুলি নিয়ে বলুন ওরা ঠিক আপনাদের বের করে দেবে। অনেক হেল্প ক্যাম্প আছে সেখানে যান, কথা বলুন। বিএলও, বিএলএ-দের সঙ্গে কথা বলুন। ডিএম, বিডিও-দের বলব এটা ভালভাবে দেখতে।”