Mamata Banerjee: ‘ও তখন আড়াই বছরের… ৪৫ টাকা পেতাম’, বাবুনকে নিয়ে আবেগ প্রবণ মমতা

Mamata Banerjee: হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাবুন বন্দ্যোপাধ্য়ায়। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেও বাবুন দাবি করেছেন, নির্দল হিসেবে লড়তে চান তিনি। এরপরই মমতা তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করার কথা জানিয়ে দিয়েছেন।

Mamata Banerjee: 'ও তখন আড়াই বছরের... ৪৫ টাকা পেতাম', বাবুনকে নিয়ে আবেগ প্রবণ মমতা
বাবুনকে নিয়ে প্রতিক্রিয়া মমতারImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 3:30 PM

শিলিগুড়ি: ভোট এলে দলবদলের হিড়িক পড়েছে আগেও। লোকসভা নির্বাচনের আগে সেভাবেই বেসুরো হতে দেখা গিয়েছে অনেককে। কিন্তু তাই বলে নিজের ভাই! স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় রীতিমতো ক্ষুব্ধ দিদি তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি খুব কম বয়স থেকে রাজনীতি করে এসেছেন, ৩৪ বছর ক্ষমতায় থাকা বামেদের সরিয়ে যিনি সরকার প্রতিষ্ঠা করেছেন, তাঁর ঘরেই ভাঙনের সুর! এটা মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেছেন তিনি। তবু তো নিজের ভাই। তাই সব শেষ করার কথা বলেও আবেগ প্রবণ হয়ে পড়েন মমতা।

একাধিক ভাই-বোনকে নিয়েই সংসার মমতার। রাজনৈতিক ক্ষেত্রে সব সদস্য সেভাবে সপ্রতিভ না হলেও পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের কথা মাঝে-মধ্যেই সামনে এনেছেন তিনি নিজে। আজ যখন ছোট ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে জল্পনা তুঙ্গে, তখন মমতা মনে করালেন, তিনি কীভাবে মানুষ করেছিলেন বাবুনকে। আক্ষেপ করে তিনি বলেন, ‘ওকে মানুষ করতে পারিনি।’

মমতা বলেন, “আমার বলা উচিত নয়… সে দিন অভিষেককে বলছিলাম… বাবা যখন মারা যায়, বাবুনের তখন বয়স ছিল আড়াই বছর। আমি তখন ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে ওকে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতি করতাম বলে হয়ত মানুষ করতে পারিনি।” মমতা জানিয়েছেন, তাঁর পরিবারে ৩২ জন সদস্য রয়েছেন, প্রত্যেকেই বাবুনের এই কাজে ক্ষুব্ধ।

উল্লেখ্য, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাবুন বন্দ্যোপাধ্য়ায়। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেও বাবুন দাবি করেছেন, নির্দল হিসেবে লড়তে চান তিনি। এরপরই মমতা তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করার কথা জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘ওকে নিয়ে আর আমাকে খোঁচাবেন না।’