শিলিগুড়ি : ফের খেলার মাঠে সভা। তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর। ফলে লিগ তো পিছনেরই কথা, বলছেন রাজনীতির কারবারিরাই! শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই কারণে লিগের খেলা চালু হলেও তা হঠাৎ করে পিছিয়ে দিয়ে মহকুমা ক্রীড়া পরিষদকে অবিলম্বে স্টেডিয়াম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা ঘিরেই ক্ষোভ শহরে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, র পাহাড় ও সমতল মিলিয়ে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডিসেম্বরের ৬-১২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকতে পারেন। দার্জিলিং জেলার কার্শিয়াং দিয়ে শুরু হয়ে, শিলিগুড়ির সভা করে সফর শেষ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শিলিগুড়িতে খেলার মাঠে মমতার সভা ঘিরে বিতর্ক তুঙ্গে।
খেলার আয়োজকদের দাবি, শীতের মরসুমে লিগের ফুটবল শুরু হয়ে গিয়েছিল ওই মাঠে। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের কারণে এবং এই প্রস্তাবিত সভার জেরে খেলা বন্ধ করে দিতে হবে। শিলিগুড়িতে বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, গা জোয়ারি চলছে। স্টেডিয়ামে কেন সভা করবেন মুখ্যমন্ত্রী? কেন লিগের খেলা বন্ধ হবে? তাঁর কথায়, “আমি নিজে ওই দিন ধর্নাতে বসব। জেলা বিজেপিকেও বলব আন্দোলনে নামুন। তাছাড়া এই ধরনের সভা খেলার মাঠে করে খেলা বন্ধই নয়, ওই মাঠ নষ্ট করা হচ্ছে।”
এই বিষয় নিয়ে বিজেপিকে জবাব দিতে গিয়ে আরও বিতর্কে জড়াল তৃণমূল। মেয়র
গৌতম দেব বলেন, “স্টেডিয়াম মাঠের সংস্কার করে দেওয়া হবে। বিকল্প মাঠে খেলা হোক। বিজেপি বাড়াবাড়ি করলে ওদের মেরে হাত-পা ভেঙে দেব।” বিজেপিকে যেভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাতে আরও বিতর্ক বেড়েছে।