Kalimpong Road: দার্জিলিং বা কালিম্পং যাচ্ছেন? কোন কোন রাস্তায় গেলে বিপদে পড়তে হবে জেনে নিন

Dhanraj Ghising | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 10, 2024 | 5:12 PM

Landslide in Darjeeling: বুধবার সকালে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সেতি ঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০ বন্ধ রাখা হয়েছে। রবি ঝোরা থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় চলছে মেরামতির কাজ। একাধিক জায়গায় নেমেছে ধস।

Kalimpong Road: দার্জিলিং বা কালিম্পং যাচ্ছেন? কোন কোন রাস্তায় গেলে বিপদে পড়তে হবে জেনে নিন
দার্জিলিং (ফাইল ছবি)
Image Credit source: Pixabay

Follow Us

কালিম্পং: দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে প্রায়ই। এবারও তার ব্যতিক্রম নয়। তবে বর্ষার শুরু থেকেই এবার যেভাবে দুর্যোগ শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতে, তাতে অর্ধেক রাস্তাই প্রায় বন্ধ। আগামী কয়েকদিন ধরে যাঁরা পাহাড়ে বেড়াতে যাবেন, তাঁদের জেনে রাখা জরুরি কোন কোন রাস্তা বন্ধ থাকবে।

দুর্যোগের জেরে যে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গ, সেই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। গত দু দিন ধরেই দেখা যাচ্ছে সেই ছবি। ফলে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোন কোন রাস্তা খোলা থাকছে, সেই তথ্য প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে।

উত্তরবঙ্গের রাস্তায় ধস

বুধবার সকালে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সেতি ঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০ বন্ধ রাখা হয়েছে। রবি ঝোরা থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় চলছে মেরামতির কাজ। সেই রাস্তাও বন্ধ রাখা হয়েছে। ওই রাস্তায় জল জমে আছে বলে জানা গিয়েছে। এছাড়া পানবু রোড হয়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা খোলা থাকছে, খোলা আছে মনসং হয়ে রংপো থেকে লাভা যাওয়ার রাস্তাও। ন্যাশনাল হাইওয়ে ৭১৭এ বন্ধ রাখা হয়েছে।

শুধু যে রাস্তায় ধস নেমেছে বা জল জমে আছে তাই নয়, ভারী বৃষ্টির জেরে কমেছে দৃশ্যমানতাও। টেলি কমিউনিকেশন কার্যত বিপর্যস্ত হয়েছে। কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকছে।

Next Article