Raju Bista: মনোজ-শঙ্কর-খগেনের পর রাজু, BJP সাংসদের উপর হামলার অভিযোগ

এই ঘটনার পর এবার আক্রান্ত রাজু বিস্তা। বস্তুত, দিন কয়েক আগেই ওই এলাকার ত্রাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণ দিয়ে এসেছেন তিনি। এরপর আজ বিজেপির তরফে ওই এলাকায় যান। বিজেপি সাংসদের অভিযোগ,তিনি যখন ফিরছিলেন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

Raju Bista: মনোজ-শঙ্কর-খগেনের পর রাজু, BJP সাংসদের উপর হামলার অভিযোগ
রাজু বিস্তার উপর হামলাImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2025 | 11:43 PM

দার্জিলিং: উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি সাংসদ। এবার দার্জিলিংয়ে রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ। সুখিয়াপোখরিতে হামলার মুখে সাংসদের কনভয়। রাজুর কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিজেপি সাংসদ।

সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহের উত্তরের সাংসদ খগেন মুর্মু। উত্তরবঙ্গে বিপর্যয়ের পর সেখানে গিয়েছিলেন তাঁরা। পথেই একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁদের উপর। যদিও, বিজেপির দাবি এরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। সেই হামলার জেরে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। ঘটনার দিন রীতিমতো তাঁকে মারধর করা হয়। শুধু খগেন বা শঙ্কর নয়, আলিপুরদুয়ারে ত্রাণ দিতে আক্রান্ত হন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। পরপর দু’দিন তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। বিয়ারের বোতল উঁচিয়ে তাঁকে মারতে উদ্যত হন বিক্ষোভকারীরা।

এই ঘটনার পর এবার আক্রান্ত রাজু বিস্তা। বস্তুত, দিন কয়েক আগেই ওই এলাকার ত্রাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণ দিয়ে এসেছেন তিনি। এরপর আজ বিজেপির তরফে ওই এলাকায় যান। বিজেপি সাংসদের অভিযোগ,তিনি যখন ফিরছিলেন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তিনি এও বলেছেন, পাহাড়ে যাঁরা বিজেপি বিরোধী তাঁরাই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

সংবাদ সংস্থা ANI-কে রাজু বলেন, “তৃণমূলের নেতাদের মাঠে দেখা যায় না। উত্তরবঙ্গে ওদের সাংসদ বা বিধায়ক বলে দিন যে ত্রাণ শিবিরে যায়। কিন্তু বিজেপির লোকজন যখন ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছে সেই সময় ওদের অসুবিধা হচ্ছে। সেই কারণে এই হামলা হচ্ছে। আমরা ওদের ভয় পাই না। ওদের আসল রূপ জনগণ দেখে নিয়েছে।এরপর যা হামলা হবে গ্রাম-সমাজের পক্ষ থেকে ওদের উপর হবে।”