৫৪ লক্ষ টাকা নিয়ে জঙ্গলে গায়েব দুষ্কৃতীরা, ড্রোন উড়িয়ে খুঁজছে পুলিশ

ATM: গাড়িটি চলে যায় গজলডোবায়। পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা চারটি ব্যাগে টাকা নিয়ে জঙ্গলে ঢুকে যায়। গাড়িটি আটক করে পুলিশ, কিন্তু কাউকে ধরা সম্ভব হয়নি।

৫৪ লক্ষ টাকা নিয়ে জঙ্গলে গায়েব দুষ্কৃতীরা, ড্রোন উড়িয়ে খুঁজছে পুলিশ

Jun 14, 2025 | 1:39 PM

প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যাল

সাত সকালে নাটকীয় ঘটনা। রাস্তায় গার্ডরেল বসিয়ে অপেক্ষা করছে পুলিশ। অন্যদিকে জঙ্গলে চম্পট দিল দুষ্কৃতীরা। থলিতে ভরা টাকা নিয়েই উধাও তারা। গতকাল, শুক্রবার রাতে ময়নাগুড়িতে দুটি এটিএম থেকে ৫৪ লক্ষ টাকা লুঠ করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। পুলিশ সন্দেহ করেও আটকাতে পারেনি। তাদের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় তারা।

শনিবার সকালে পুলিশ একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যেতে দেখে জল্পেশ মোড় এলাকায়। এরপর পিছনে ধাওয়া করে পুলিশ। এরই মধ্যে এটিএম লুঠের খবর যায় পুলিশের কাছে। কিন্তু পুলিশ গাড়িটি আটকাতে পারেনি। গাড়িটি ফিল্মি কায়দায় শিলিগুড়ি অভিমুখে যেতে থাকে। সমস্ত রাস্তায় রাতেই দ্রুত গার্ডরেল বসায় পুলিশ।

এদিকে, গাড়িটি চলে যায় গজলডোবায়। পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা চারটি ব্যাগে টাকা নিয়ে জঙ্গলে ঢুকে যায়। গাড়িটি আটক করে পুলিশ, কিন্তু কাউকে ধরা সম্ভব হয়নি। জঙ্গলে পুলিশ ও বন বিভাগ তল্লাশি শুরু করেছে।

জানা গিয়েছে, ময়নাগুড়ি থানার বৌল বাড়ি এলাকায় একই ঘরে রয়েছে দুটি এটিএম। সেই দুটি ATM ভেঙে লুঠ করে ৫৪ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ। গাড়ি ফেলে দুষ্কৃতীরা আশ্রয় নেয় বৈকুন্ঠপুর জঙ্গলে। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে রয়েছে নম্বর প্লেট ও প্রচুর হ্যান্ড গ্লাভস।

এরপর বনদফতরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে সার্চ অপারেশন চালানো হয়। ড্রোন নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ডাকাত দলের গাড়িতে দিল্লি পুলিশের টুপি পাওয়া গিয়েছে। পুলিশকে ফাঁকি দিতেই এই টুপি রাখা হয়েছিল বলে অনুমান।