
শিলিগুড়ি: অনুপ্রবেশকারী ও অপরাধী খুঁজতে নতুন টেনেন্ট পোর্টাল চালু শিলিগুড়িতে। তা নিয়েই চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। শিলিগুড়িতে ভাড়াটিয়া হিসেবে কারা থাকছেন তা খুঁজতে এবার ডিজিটাল পোর্টাল চালু করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার সি সুধাকর জানান, আগের ব্যবস্থাপনায় থানায় থানায় ভাড়াটিয়াদের আধার ও ভোটার কার্ড জমা দিতে হত। নতুন ব্যবস্থাপনায় সবটাই হবে অনলাইনে। ভোটার ও আধার কার্ড জাল কিনা তা দ্রুত খতিয়ে দেখা যাবে। এতে অপরাধী ও অনুপ্রবেশকারী দুইই চিহ্নিত হবে।
গোটা উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিলিগুড়ির মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন, এখানে বড় অংশ সীমান্ত এলাকা। খুবই স্পর্শকাতর। রাজ্য ও কেন্দ্র তথ্য সংগ্রহ করে। আমার বাড়িতেও ভাড়াটিয়া আছে। আমিও এই পোর্টালে তথ্য দেব। বাসিন্দাদের বোঝাব এর সঙ্গে ইনকাম ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্সের সম্পর্ক নেই। সবাই তথ্য দিন।
পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন যদিও অন্য কথা বলছেন। খানিক খোঁচা দিয়ে তিনি বলছেন, রাজ্য সরকার SIR এর বিরোধ করলেও এবার নিজেরাই তথ্য সংগ্রহ করছে। এটা ভাল দিক। যা তথ্য ওরা পাবে তা SIR-এ সহায়ক হবে। জাল নথি নিয়ে থাকা অনুপ্রবেশকারী চিহ্নিত হবে। তবে পুলিশের তো চোর পালালে বুদ্ধি বাড়ে। এর আগে গত দু মাসে একাধিক অপরাধ শহরে হয়েছে। অপরাধীরা শিলিগুড়িতেই ঘড় ভাড়া নিয়ে ছিল।