Sikkim Accident: মুশলধারে বৃষ্টিতে সিকিমে পদে পদে বিপদ, পাহাড়ি ঝোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি

Dhanraj Ghising | Edited By: Soumya Saha

Jun 22, 2023 | 9:39 PM

Darjeeling: এক পাহাড়ি ঝোড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনায় ৪৯ বছর বয়সি এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের নাম কবিতা গাদগিল।

Sikkim Accident: মুশলধারে বৃষ্টিতে সিকিমে পদে পদে বিপদ, পাহাড়ি ঝোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি
রিম্বিকে দুর্ঘটনা

Follow Us

দার্জিলিং ও গ্যাংটক: গত কয়েকদিন ধরে মুশলধারে বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের জেলাগুলিতে। সিকিমেও ব্যাপক বৃষ্টি হয়েছে বিগত কিছুদিনে। জায়গায় জায়গায় ধস নামছে। রাস্তা বন্ধ হচ্ছে। আর এসবের মধ্যেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়লেন পর্যটক। পশ্চিম সিকিমের রিম্বিকের (Rimbick Accident) কাছে এক পাহাড়ি ঝোড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনায় ৪৯ বছর বয়সি এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের নাম কবিতা গাদগিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন স্থানীয় পুলিশকর্মীরা।

বর্ষার মরশুমে পাহাড়ি রাস্তাগুলি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পাহাড়ি ঝোড়াগুলি থেকে উপর থেকে জল নেমে আসে। আর সেই ঝোড়ার জল অনেক সময় পাশের রাস্তাতেও চলে আসে। এক্ষেত্রেও তেমন কোনও অঘটন ঘটেছে কি না, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে এর আগেও দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পাহাড়ে রাস্তায় বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আর বিগত কিছুদিনে যে মুশলধারে বৃষ্টি হয়েছে দার্জিলিং, সিকিম ও আশপাশের এলাকায়, তাতে পাহাড় এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে।

পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামার খবর এসেছে। বেশ কিছু নির্মীয়মান সেতু বিপর্যস্ত হয়েছে। চাষের জমি নষ্ট হয়েছে। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। পরিস্থিতির উপর নিজে নজর রাখছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। বিপর্যস্ত এলাকাগুলিতে যাতে দ্রুত ত্রাণসামগ্রী পাঠানো যায়, সেই সব বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

আর এরই মধ্যে পাহাড়ের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি। মৃত্যু হল মাঝবয়সি এক পর্যটকের। দার্জিলিং-সিকিমের পাহাড়ের অভিরাম সৌন্দর্য সারা বছরই পর্যটকদের টানে। যাঁরা সান্দাকফু-ফালুটের দিকে ট্রেকে যান, তাঁদের কাছেও অত্যন্ত পরিচিত এক গ্রাম হল রিম্বিক। আজ সেই রিম্বিকের কাছেই দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি।

Next Article