শিলিগুড়ি: গাড়ি থেকে নেমে তেড়ে গিয়ে এক মোক্ষম ধাক্কা। ছিটকে গিয়ে পড়লেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যান। সেই অবস্থাতেই পেটের মধ্যে সজোরে লাথি। ব্যস, তারপর থেকে আর কোনও নড়াচড়া নেই। পেট্রোল পাম্পের মধ্যে যেভাবে ছিটকে পড়েছিলেন, সেভাবেই পড়ে থাকলেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যান বঙ্কিম রায়। তারপর সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের চোটে কোমায় চলে গিয়েছিলেন তিনি। পরে হাসপাতালেই মৃত্যু। এবার সেই ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার এক আইনজীবী।
জানা যাচ্ছে, মালদা থেকে শিলিগুড়ির দিকে ফিরছিলেন পেশায় আইনজীবী রজত চক্রবর্তী। গাড়িতে তখন ওই আইনজীবীর সঙ্গে এক মহিলাও ছিলেন। সেই সময় প্রাক্তন কেএলও লিঙ্কম্যানের গাড়ি আইনজীবীর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই থেকেই ঘটনার সূত্রপাত। তখনকার মতো আইনজীবীর গাড়িকে পাশ কাটিয়ে একটি পেট্রোল পাম্পে এসে থামে ওই প্রাক্তন কেএলও লিঙ্কম্যানের গাড়ি। কিছু সময় পরেই আইনজীবীর গাড়িটিও পৌঁছে যায় পেট্রোল পাম্পে।
আইনজীবীর গাড়ি থেকে নেমে ওই মহিলা প্রথমে কথা বলছিলেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানের সঙ্গে। সেই সময়েই আচমকা গাড়ির সামনের আসন থেকে নেমে প্রাক্তন কেএলও লিঙ্কম্যানের দিকে তেড়ে যান ওই আইনজীবী। এরপরই মোক্ষম ধাক্কা। পেটে লাথি। অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকেন ওই ব্যক্তি। তাঁকে সেভাবে পেট্রোল পাম্পে ফেলে রেখেই গাড়ি ঘুরিয়ে পেট্রোল পাম্প থেকে চলে যান আইনজীবী। সেই রাতের ওই ঘটনায় মারধরের জেরে কোমায় চলে যান ওই প্রাক্তন কেএলও লিঙ্কম্যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এদিকে মারধরের ঘটনায় পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা ছিলেন আইনজীবী। শেষে অভিযুক্ত আইনজীবী রজত চক্রবর্তীতে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করে পুলিশ।