Primary Recruitment Case: বাবা শয্যাশায়ী, মায়ের দু’বার স্ট্রোক, অস্ত্রোপচার হয়েছে মাথায়, চাকরিহারা ছেলে বললেন, ‘আয়াই নেন ১০ হাজার’

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2023 | 2:56 PM

Primary Recruitment Case: প্রাথমিকে যে ৩৬ হাজার শিক্ষককের চাকরি গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন দুঃস্থ বাবা-মায়ের একমাত্র সন্তান অনির্বাণ রায়। প্যারাটিচার হয়ে যে দশ হাজার মিলবে তাতে পরিবার কীভাবে চলবে,মা-বাবার চিকিৎসাই বা কীভাবে হবে তার কূল-কিনারা কিছুই মিলছে না।

Primary Recruitment Case: বাবা শয্যাশায়ী, মায়ের দু’বার স্ট্রোক, অস্ত্রোপচার হয়েছে মাথায়, চাকরিহারা ছেলে বললেন, ‘আয়াই নেন ১০ হাজার’
মা-বাবার সঙ্গে অনির্বাণ (নিজস্ব চিত্র)

Follow Us

শিলিগুড়ি: মায়ের দু’বার স্ট্রোক হয়েছে। সঙ্গে আবার ব্রেন সার্জারি। এখন বিছানাতেই দিন কাটছে। হাঁটা-চলা কার্যত বন্ধ। ওই যেটুকু না করলেই নয়। অন্যদিকে বাবা দীর্ঘদিন শয্যায়। উঠতে পারেন না। বিছানাতেই লাগানো ক্যাথিটার। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের টাকাতেই চলে সংসার। দু’জনের চিকিৎসা। সঙ্গে তো রয়েইছে ওষুধের খরচ। এই অবস্থায় রীতিমতো আকাশ ভেঙে পড়েছে ওই পরিবারে। কারণ প্রাথমিকে যে ৩৬ হাজার শিক্ষককের চাকরি গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন দুঃস্থ বাবা-মায়ের একমাত্র সন্তান অনির্বাণ রায়। প্যারাটিচার হয়ে যে দশ হাজার মিলবে তাতে পরিবার কীভাবে চলবে,মা-বাবার চিকিৎসাই বা কীভাবে হবে তার কূল-কিনারা কিছুই মিলছে না।

শিলিগুড়ির সুভাষপল্লীতে বাড়ি অনির্বাণেরএক ডাক্তারের অধীনে আটেনড্যান্ট হিসেবে কাজ করতেন বাবা। অভাবের সংসার। পড়াশুনায় বরাবরই ভাল ছিল অনির্বাণ। মাধ্যমিকে পেয়েছিলেন স্টার। উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। ২০১০-এ প্রথম শ্রেণিতে স্নাতক পাশ করেন তিনি। ২০১৪ টেটে চাকরি মেলে। কিছুটা হাল ফেরে সংসারে। জীর্ন বাড়িতে সংস্কারের কাজ শুরু হয়। এভাবেই চলছিল। তবে শুক্রবার আচমকাই যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। এখন সব অন্ধকার।

অনির্বাণ জানালেন অনেক কষ্ট করে সংসার টানছিলেন। বাড়িতে আয়া রেখে রোজ স্কুলে যেতেন। সেই আয়ার খরচও রয়েছেন। এখন কোথা থেকে কী হবেই কিছুই যেন মাথায় ঢুকছে না তাঁর। অনির্বাণ বললেন, “ভাবিনি কখনও এই দিনটা আসবে। যেভাবে যেভাবে বলা হয়েছিল সেভাবে সেভাবে করে চাকরি পেয়েছিলাম। আমার বাবার আয়ার পিছনেই ১০ হাজার টাকা খরচ হয়। সাথে ওষুধ লাগে ৭০০০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য সাংসারিক খরচ রয়েছে। এই নির্দেশ আসল সেদিন আমার মাথায় প্রথম প্রশ্ন আসল মা-বাবাকে বাঁচিয়ে রাখব কীভাবে?”

Next Article