Flood Situation: দুর্যোগের ঘনঘটার মধ্যেই রেড অ্যালার্ট! তিস্তার জলের নিচে শতাধিক বাড়ি

Flood Situation: চাপ বাড়ায় গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় ৩০০০ কিউমেকের বেশি জল ছাড়তে বাধ্য হয়েছে সেচ দফতর। আর তাতেই পরিস্থিতি একেবারে যেন হাতের বাইরে যেতে শুরু করেছে। অনেকই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু এলাকায় আশ্রয় নিতে শুরু করেছে।

Flood Situation: দুর্যোগের ঘনঘটার মধ্যেই রেড অ্যালার্ট! তিস্তার জলের নিচে শতাধিক বাড়ি
অবস্থা মারাত্মকImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 29, 2025 | 5:40 PM

শিলিগুড়ি: প্রবল দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। সিকিমের পাহাড় সংলগ্ন এলাকাতে টানা বৃষ্টির জেরে তিস্তায় বেড়েই চলেছে জল। ইতিমধ্যেই তিস্তার দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। একইসঙ্গে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করে ফেলেছে সেচ দফতর। জলস্তর বেড়ে যাওয়ায় কারণে প্লাবিত হয়েছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বড় এলাকা। শতাধিক বাড়ি তিস্তার জলের নিচে চলে গিয়েছে। বাড়ছে ভয়। 

সর্দার পাড়া, গুরুদেবপুর এলাকাতেও একই সমস্যা। তিস্তার জল এক্কেবারে বাড়িতে ঢুকে যাওয়ার কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে নতুন করে বেড়েছে তিস্তার জল। বলছেন এলাকার বাসিন্দারা।

চাপ বাড়ায় গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় ৩০০০ কিউমেকের বেশি জল ছাড়তে বাধ্য হয়েছে সেচ দফতর। আর তাতেই পরিস্থিতি একেবারে যেন হাতের বাইরে যেতে শুরু করেছে। অনেকই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু এলাকায় আশ্রয় নিতে শুরু করেছে। কেউ আবার ভ্যালা বানিয়ে খুঁজছেন নিরাপদ আশ্রয়। সোজা কথায়, অসহয়তা চরম পর্যায়ে। অন্যদিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে প্রশাসনের তরফেও। প্রশাসনের তরফ থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। ব্লক প্রশাসনের তরফ থেকে এলাকায় ত্রাণও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।