শিলিগুড়ি: সোমবার বিভীষিকা কাটিয়ে মঙ্গলবার আবার সেই একই পথে এগল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু আজও চূড়ান্ত ভোগান্তি শিকার যাত্রীরা। নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে গড়াল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা সকাল সাড়ে ৭টায়। কিন্তু সেখান থেকে ট্রেন ছাড়তে ছাড়তে দুপুর ১২টা পেরিয়ে যায়। তারপর রাঙাপানি স্টেশনে এসে আবার আটকে যায় ট্রেন। শেষে দুপুর ৩টে ৫৮ মিনিট নাগাদ রাঙাপানি ছেড়ে ফের রওনা দেয় ট্রেন। সব মিলিয়ে প্রায় ৮ ঘণ্টা ২৫ মিনিট পর সেই অভিশপ্ত পথ ধরেই আবার শিয়ালদহের উদ্দেশে চলতে শুরু করল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
গতকালের দুর্ঘটনার পর আজ যাত্রীদের মনের মধ্যে একটি চাপা আতঙ্ক রয়েই গিয়েছিল। তার মধ্যে ট্রেন এতক্ষণ দেরিতে চলায় যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। একে তো নিউজলপাইগুড়ি থেকে অনেকটা সময় দেরিতে ছেড়েছে ট্রেন, তার উপর একটু এগিয়েই রাঙাপানি স্টেশনের কাছে আবার ঘণ্টার পর ঘণ্টা থমকে থাকে ট্রেন।
ট্রেন এত দেরিতে চলায় ভোগান্তির শিকার যাত্রীদের মধ্যে ধৈর্য্যের বাধও ভাঙতে শুরু করেছিল। রাঙাপানি স্টেশনে দাঁড়িয়েই অনেক যাত্রী টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন। মনের মধ্যে একরাশ উদ্বেগ ও দুশ্চিন্তা জমাট বাঁধতে শুরু করেছে যাত্রীদের মধ্যে। সেই উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠাকে সঙ্গী করেই ফের শিয়ালদহের উদ্দেশে যাত্রা শুরু যাত্রীদের।