Siliguri: চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি, বেপরোয়া ভাঙচুর, আক্রান্ত পুলিশ

Siliguri: চড়ক সন্ন্যাসীদের মারধরকে কেন্দ্র করে গত দুদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। এর আগে ২ জন চড়ক পুণ্যার্থী আক্রান্ত হন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে প্রশাসনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

Siliguri: চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি, বেপরোয়া ভাঙচুর, আক্রান্ত পুলিশ
উত্তপ্ত শিলিগুড়ি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 14, 2025 | 11:44 AM

শিলিগুড়ি: চড়ক সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হামলা, একাধিক দোকান ভাঙচুর চালানো হয়। চলে ইটবৃষ্টি। রণক্ষেত্র শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ড। জখম ২ পুলিশ কর্মীও। আপাতত এলাকায় টহল দিচ্ছে বিশাল বাহিনী।

চড়ক সন্ন্যাসীদের মারধরকে কেন্দ্র করে গত দুদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। এর আগে ২ জন চড়ক পুণ্যার্থী আক্রান্ত হন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে প্রশাসনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কিন্তু রবিবার তা চরম আকার নেয় নতুন করে দুই চড়ক সন্ন্যাসীর আক্রান্ত হওয়ার খবরে। দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘর্ষ লাগে। কয়েকশো দুই গোষ্ঠীর সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

দোকানে বেপরোয়া ভাঙচুর

গোটা এলাকায়, একাধিক দোকানে চলে বেপরোয়া ভাঙচুর, লুঠপাট। চতুর্দিকে ছড়ানো ছিটানো জিনিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী। পুলিশ আধিকারিক  বলেন,  “ইট ছোড়াছুড়ি চলছিল। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। একটা গুজব রটেছিল। তা থেকেই এমন পরিস্থিতি। বারবার আবেদন করা হচ্ছে, কোনও রকম গুজবে কান দেবেন না।”  পরে নামানো হয় র‌্যাফ। এখনও এলাকা থমথমে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য এলাকায় চলছে টহল।