Siliguri: বেতন বন্ধ করতে স্যালারি পোর্টালে ‘অযোগ্য’দের নাম কাটছে শিক্ষা দফতর

Siliguri: জেলায় জেলায় যোগ্য শিক্ষকদের তালিকা এলেও সে তালিকা এখনও যোগ্য শিক্ষকদের হাতে দেওয়া হয়নি শিলিগুড়িতে। অন্যদিকে শিক্ষা সংসদ সূত্রে খবর, তালিকায় নাম থাকা ষাট শতাংশ শিক্ষকের খোঁজ মিলছে না জেলায়।

Siliguri: বেতন বন্ধ করতে স্যালারি পোর্টালে অযোগ্যদের নাম কাটছে শিক্ষা দফতর
ডিআই অফিসে অভিযানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 25, 2025 | 8:56 PM

শিলিগুড়ি: নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগ হলেও অযোগ্যদের খোঁজ এবার জুনিয়র হাই স্কুলেও। অযোগ্যদের বেতন বন্ধ করতে স্যালারি পোর্টালে অযোগ্যদের নাম কাটছে শিক্ষা দফতর। মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে জুনিয়র হাইস্কুলে যাওয়া অযোগ্যদের তালিকার খোঁজে ডিআই অফিসে অভিযান যোগ্য শিক্ষকদের।

জেলায় জেলায় যোগ্য শিক্ষকদের তালিকা এলেও সে তালিকা এখনও যোগ্য শিক্ষকদের হাতে দেওয়া হয়নি শিলিগুড়িতে। অন্যদিকে শিক্ষা সংসদ সূত্রে খবর, তালিকায় নাম থাকা ষাট শতাংশ শিক্ষকের খোঁজ মিলছে না জেলায়। ইতিমধ্যেই তাঁরা ‘মিউচুয়াল ট্রান্সফারে’র মাধ্যমে বদলি হয়েছেন অন্যত্র। যাঁদের একটা অংশ হাই স্কুল থেকে চলে গিয়েছেন জুনিয়র হাইস্কুলে।

শিলিগুড়িতে ডিআই রাজীব প্রামাণিক বলেন, “যাঁদের খোঁজ মিলছে না তাঁদের খোঁজে বিভিন্ন ডিআইদের ইমেল করেছি। যোগ্য বেতন পাবেন। অযোগ্যদের নাম ‘স্যালারি পোর্টালে’ থাকবে না। জোর কদমে কাজ এগোচ্ছি আমরা।”

অন্যদিকে যোগ্য শিক্ষকদের অভিযোগ, তালিকা তাঁদের হাতে দিচ্ছে না প্রশাসন। ‘যোগ্য’ দাবিদার এক শিক্ষক বলেন, “আমরা চাইনা অযোগ্যরা বেতন পাক, স্কুলে যাক। তাই হাই স্কুলের পাশাপাশি কারা কারা বদলি নিয়ে জুনিয়র স্কুলে গিয়েছেন বা ওই জুনিয়র স্কুলগুলিতে যাওয়া শিক্ষকদের মধ্যে অযোগ্যরাও থেকে থাকলে তাঁদের তালিকা তৈরি করে বেতন বন্ধ করুক সরকার।”