Siliguri: রেড লাইট এলাকায় ঢুকে তরুণীকে একের পর এক কোপ!

Siliguri: এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ বলেন, "এর আগেও ওই যুবক একাধিকবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আমি পৌঁছায় এবং রাত্রে পুলিশও ঘটনাস্থলে যায়। তবে কী কারণে সেই তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিল এই যুবক, সেই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।"

Siliguri: রেড লাইট এলাকায় ঢুকে তরুণীকে একের পর এক কোপ!
প্রতীকী ছবিImage Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2025 | 5:46 PM

শিলিগুড়ি: যৌনপল্লিতে ঢুকে এক তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ। ওই তরুণী যৌনপল্লিরই বাসিন্দা। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় ওই এলাকারই বাসিন্দা সাহিল নামে এক যুবক এলপাথাড়িভাবে ওই তরুণীর ওপরে হামলা চালায়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। তারপরে ঘটনাস্থলে থাকা মানুষেরা সেই তরুণীকে উদ্ধার করে নিয়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই তরুণী। অভিযুক্তের বিরুদ্ধে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। যদিও ঘটনার পর থেকে পলাতক ওই অভিযুক্ত।

এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ বলেন, “এর আগেও ওই যুবক একাধিকবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আমি পৌঁছায় এবং রাত্রে পুলিশও ঘটনাস্থলে যায়। তবে কী কারণে সেই তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিল এই যুবক, সেই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।”

এ বিষয়ে নিষিদ্ধ পল্লীর এক বাসিন্দা বলেন, “ওই তরণী চিৎকার করলে আমরা গিয়ে দেখি ওই তরুণীর সারা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছে। তারপরে তৎক্ষণাৎ শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ওই এলাকায় রাত্রে বেলায় পুলিশের টহলদারি ছিল না সেই নিয়েই উঠছে প্রশ্ন।”