Liquor Shops: ১২টা বাজলেই বন্ধ নাইট পাব? মদের দোকান নিয়েও বড় সিদ্ধান্ত? কী বলছেন মেয়র?

Liquor Shops: পুরসভা চাইছে রাত ১২টার পরের ‘নাইট লাইফ’ পুরোপুরিভাবে বন্ধ হোক। বন্ধ হোক মদের দোকান থেকে পাব। সে কারণেই এদিন আবগারি দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Liquor Shops: ১২টা বাজলেই বন্ধ নাইট পাব? মদের দোকান নিয়েও বড় সিদ্ধান্ত? কী বলছেন মেয়র?
চর্চা চলছে গোটা শহরজুড়েImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 30, 2025 | 5:13 PM

শিলিগুড়ি: মধ্য়রাতে নেশায় বুঁদ গোটা শহর। প্রভাব পড়ছে নাগরিক জীবনে। সবথেকে বেশি প্রভাব পড়ছে যুব সমাজের মধ্যে। এই অবস্থারই বদল চাইছে পুরসভা। পুরসভা চাইছে রাত ১২টার পরের ‘নাইট লাইফ’ পুরোপুরিভাবে বন্ধ হোক। বন্ধ হোক মদের দোকান থেকে পাব। সে কারণেই এদিন আবগারি দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরসভার সিদ্ধান্ত স্পষ্টভাবেই ওই বৈঠকে তুলে ধরা হয়। 

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেখানেই পড়শি রাজ্য থেকে রাতের দিকে মানুষের যাতায়াত বাড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “রাত ১২টার পরে এই নাইট লাইফটা এখানকার মানুষরা নিতে পারছে না। এটা তো সীমান্তবর্তী এলাকা। বাইরে থেকে প্রচুর মানুষ শনি-রবিবার আসেন। রাতের দিকে কারা আসছেন, কারা যাচ্ছেন তা বুঝতে সমস্যা হচ্ছে। সে কারণেই রাত ১২টার পর যাতে এগুলো বন্ধ করা যায় সেই প্রস্তাব আমরা দিয়েছি। অফ শপগুলি সাড়ে ১০টার পর বন্ধ রাখার প্রস্তাবও আমরা দিয়েছি।” 

প্রসঙ্গত, শুধু শিলিগুড়ি নয়, রাজ্যের নানা প্রান্তেই রাতভর মদের দোকান খুলে রাখা নিয়ে প্রায়শই চাপানউতোর শোনা যায়। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায়শই নির্ধারিত সময়ের পরেও খুলে রাখা হয় মদের দোকান। এমতাবস্থায় শিলিগুড়ি পুরসভার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা বড় পদক্ষেপ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।