
শিলিগুড়ি: দীর্ঘ দশ বছর ধরে প্রেম। অভিযোগ, সেই প্রেমেই প্রতারণা করেছেন প্রেমিকা। আর তা মেনে নিতে পারেননি প্রেমিক। শেষমেশ বড় সিদ্ধান্ত। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন যুবক। পরবর্তীতে দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের। প্রেমিকার দিদার বাড়িও ভাঙচুর।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ দশ বছর ধরে শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরির বাসিন্দার। যুবকের নাম সুরজিৎ দাস। বয়স ২২। অভিযোগ, ১০ বছরের প্রেম ছিল তাঁর। তবে প্রেমিকার প্রতারণার জেরে সোমবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন সেই যুবক।
এরপর যুবতীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবারের লোকেরা। এরপরেই মঙ্গলবার সেই যুবকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে, তাঁর দেহ ফুলেশ্বরী বাজারে রাস্তার মাঝে রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আত্মঘাতী যুবকের পরিবারের লোকজন, বন্ধু ও পরিজনরা। তাঁদের দাবি দ্রুত সেই যুবতীকে শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। বিক্ষোভকারীদের আশ্বাস দিলেও পথ অবরোধ থেকে সরতে নারাজ বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টার উপর চলে পথ অবরোধ করে বিক্ষোভ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পথ অবরোধ থেকে সরে যায় অবরোধকারিরা।