Siliguri: শিলিগুড়ি থেকে গ্রেফতার সোনাপাচার চক্রের কিংপিন, জানেন কে সে?

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 16, 2024 | 6:35 PM

Siliguri: জানা গিয়েছে, গত ১১ এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর দল শিলিগুড়িতে বিহারের একটি বড় সোনা চোরাচালান চক্রকে আটক করে। পাচারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিআরআই দল দুই রিসিভারকে গ্রেফতার করে।

Siliguri: শিলিগুড়ি থেকে গ্রেফতার সোনাপাচার চক্রের কিংপিন, জানেন কে সে?
শিলিগুড়িতে গ্রেফতার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: দীর্ঘদীন ধরে সোনা পাচারের রমরমা চলছিল। অভিযুক্তকে কোনও ভাবেই নাগালের মধ্যে পাচ্ছিল না গোয়েন্দারা। তবে ছাড়ার পাত্র নন তারাও। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের জালে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের এক পান্ডা। ধৃতের নাম সুমন কর্মকার। বাড়ি কোচবিহারে দিনহাটায়।

সম্প্রতি একটি সোনা পাচারের ঘটনায় এই ব্যক্তি নাম প্রকাশ্যে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ির DRI দফতরে ডেকেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করেন তাঁরা।

জানা গিয়েছে, গত ১১ এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর দল শিলিগুড়িতে বিহারের একটি বড় সোনা চোরাচালান চক্রকে আটক করে। পাচারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিআরআই দল দুই রিসিভারকে গ্রেফতার করে। সেই ঘটনায় বিধুভূষণ রায়, বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি,  বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা দিনেশ পারেখ ও মনোজ কুমার সিনহা নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর এই মূল পাণ্ডার খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সুমন কর্মকারকে ডেকে এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেন। এদিন ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়।

 

Next Article