Siliguri: ২০ মিনিটে ২০ কোটির সোনা-হিরে লুঠ! এই মহিলার একটা চালে নিঃস্ব প্রভাবশালী ব্যবসায়ী

Siliguri: এক মহিলা-সহ  দুজন প্রথমে ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকেন। তাঁরা গয়না দেখতে চান। তখন দোকানে খুব একটা বিশেষ ভিড় ছিল না। যখন কর্মীরা গয়না দেখাতে ব্যস্ত ছিলেন, তখনই আগ্নেয়াস্ত্র-সহ দেখিয়ে আরও বেশ কয়েকজন ভিতরে ঢোকে।

Siliguri: ২০ মিনিটে ২০ কোটির সোনা-হিরে লুঠ! এই মহিলার একটা চালে নিঃস্ব প্রভাবশালী ব্যবসায়ী
সোনার দোকানে ডাকাতিতে সিসিটিভি ফুটেজ!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 22, 2025 | 4:58 PM

শিলিগুড়িতে: শিলিগুড়ির হিলকার্ট রোড সোনার দোকেন ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি। সব মিলিয়ে ২০ কোটি টাকার গয়না ও হিরে লুঠের অভিযোগ। চার পাঁচ জনের একটি দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ। আশপাশের সব এলাকায় চলছে তল্লাশি।

জানা গিয়েছে, এক মহিলা-সহ  দুজন প্রথমে ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকেন। তাঁরা গয়না দেখতে চান। তখন দোকানে খুব একটা বিশেষ ভিড় ছিল না। যখন কর্মীরা গয়না দেখাতে ব্যস্ত ছিলেন, তখনই আগ্নেয়াস্ত্র-সহ দেখিয়ে আরও বেশ কয়েকজন ভিতরে ঢোকে। কর্মীরা জানাচ্ছেন, দুই মহিলা-সহ চার-পাঁচ জনের একটি দল ছিল। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তারা কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায়।  পরে কর্মীদের হাতে জিপ বেঁধে বাথরুমে আটকে দেয়। ২০ মিনিটের অপারেশন। তার মধ্যেই ২০ কোটি টাকার গয়না লুঠ হয়ে যায়।

পালানোর সময়ে ধরা পড়ে যায় দুজন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রত্যেকের ছবি দেখা গিয়েছে। তাদের চিহ্নিতও করা হয়েছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এলাকায় চলছে তল্লাশি। আশপাশের সমস্ত থানা এলাকায় তল্লাশি চলছে। রয়েছেন একাধিক পদস্থ আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত দোকানের কর্মীরা। পাশের ব্যবসায়ীরাও আতঙ্কিত।