বাগডোগরা: তীর্থ যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি পিষে দিল পুণ্যার্থীদের। মৃত প্রায় ছ’জন। আহত বহু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকায়।
শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই কারণে শিবের মাথায় জল ঢলে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চার চাকা বোঝাই একটি পুণ্যার্থীর দল। অপরদিকে, বাগডোগরার দানাগঞ্জ এলাকা থেকে দুটি দল হেঁটে যাচ্ছিল বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত জংলী বাবা মন্দিরে শিবের মাথায় জল ঢালতে।
সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ, বাগডোগরার অদূরে মুনি চা বাগান সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পায়ে হেঁটে যাওয়া পূর্ণার্থীদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছ’জনের মৃত্যুর খবর এতক্ষণ অবধি উঠে আসে। অপরদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি পাল্টি খেয়ে নোয়ানজুলিতে পড়ে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ।
গাড়িতে থাকা সকল পূণ্যার্থী আহত হন। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। ট্রাফিক গার্ডের কর্মী ও দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছয়। খবর চাউর হতেই দানা গঞ্জ এলাকার বাসিন্দারা এবং আহত ও নিহতদের পরিবার ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তারা। এখনও পর্যন্ত আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এক পুণ্যার্থী বলেন, “আমরা সবাই যাচ্ছিলাম জংলী বাবার মাথায় জল ঢালতে। তখন ফুল স্পিডে চলে এল গাড়ি। মেরে দিল। তারপর দেখলাম সবাই ডেথ। কেউ বেঁচে নেই। গাড়ির ভিতরের যারা ওরা সব পালিয়ে গিয়েছে।”