Siliguri Municipal Corporation: গাড়ি ঘিরে ধরে তাণ্ডব, খুনের হুমকি পেলেন ডেপুটি মেয়র

Siliguri Municipal Corporation: অভিযোগ, একদল মত্ত যুবক হামলা চালায় তাঁর গাড়িতে। মেয়রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Siliguri Municipal Corporation: গাড়ি ঘিরে ধরে তাণ্ডব, খুনের হুমকি পেলেন ডেপুটি মেয়র

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2025 | 3:32 PM

শিলিগুড়ি: ডেপুটি মেয়রকে খুনের হুমকির অভিযোগ। শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হমকি। অভিযোগ, একদল মত্ত যুবক হামলা চালায় তাঁর গাড়িতে। মেয়রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সেবক মোড়ের কাছে। জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন রঞ্জনবাবু। অভিযোগ, সেই সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন একদল মত্ত যুবক। তারপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মেয়র সেই ভিডিয়ো তুলে রাখেন। তারপর পুলিশে অভিযোগ জানান। সেই ঘটনার প্রেক্ষিতে আজ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় গ্রেফতার দুজন। পুলিশ সূত্রে খবর, একজনের নাম দিব্যেন্দু দাস অন্যজন বিজয় শর্মা। দুজনই শিলিগুড়ির পৌর এলাকার বাসিন্দা।

এ প্রসঙ্গে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “এরা এই শহরের বলে আমার মনে হয় না। আমার মনে হয় আরও বেশি পুলিশের নজরদারি রাখা উচিত ছিল। দিনের বেলাতেই এই ধরনের ঘটনা ঘটেছে।”