শিলিগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায অদ্ভুত কাণ্ড। উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি চলে গেল ছাত্র। বাড়িতে গিয়ে উত্তরপত্র নিয়ে এল পুলিশ ও শিক্ষকেরা। পরীক্ষা শেষের দু ঘন্টা পর উত্তরপত্র উদ্ধার। প্রশ্নের মুখে কর্তব্যরত দুই শিক্ষকের ভূমিকা। অন্যদিনের মতো এদিনও সময় মেনে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রটা। কিন্তু, কে জানত আজই ঘটতে চলেছে এক অদ্ভুক কাণ্ড। উচ্চ মাধ্যমিকের অর্থনীতির এক ছাত্র খাতার বদলে প্রশ্ন জমা দিয়ে বাড়ি চলে গেল। ঘটনা বুঝতে পেরে আর সময় নষ্ট না করে সোজা পুলিশ নিয়ে ছাত্রের বাড়ি গিয়ে হাজির শিক্ষকেরা। ঘটনায় হইচই শিলিগুড়িতে।
শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে সিট পড়েছিল এক ছাত্রের। সূত্রের খবর, বরদাকান্ত স্কুলের ওই ছাত্র এদিন পরীক্ষা শেষের পর উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে চলে যায়। পরীক্ষা শেষের পর উত্তরপত্রের সংখ্যা না মেলায় শেষে ওই ছাত্রকে চিহ্নিত করেন শিক্ষকেরা। যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুলে। সেখান থেকেই পাওয়া যায় ওই ছাত্রের ঠিকানা। শিক্ষকরা খবর দেন পুলিশেও। শেষে পুলিশ ও শিক্ষকেরা দল বেঁধে পৌঁছে যান ওই ছাত্রের বাড়ি।
পরীক্ষা শেষের দু’ঘন্টা পর ছাত্রের বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার হয়৷ ছাত্রের বিরুদ্ধে বোর্ডে রিপোর্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে কর্তব্যরত দুই শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংসদের এক কর্তা জানান। এদিকে পরীক্ষা শেষে উত্তরপত্র সঠিকভাবে সাজানো রয়েছে কিনা, জমা দেওয়ার সময় সব ঠিকঠাক আছে কিনা সব দেখেই তো জমা নেন শিক্ষকেরা। প্রশ্ন উঠছে, এতকিছুর পরেও কিভাবে ওই ছাত্রের ভুল এড়িয়ে গেল শিক্ষকদের নজর? একইসঙ্গে এভাবে বাড়ি থেকে ফের উত্তরপত্র আনা যায় কিনা, তার বৈধতা থাকে কিনা সেই প্রশ্নও উঠছে।