
শিলিগুড়ি: বিহার নির্বাচনের আগে ভারত-নেপাল সীমান্ত হয়ে এদেশে ঢুকে পড়েছে তিন পাক জঙ্গি? বাংলায় পা রাখেনি তো? বিহার পুলিশের তরফে তিন জঙ্গির স্কেচ ও নাম প্রকাশের পর চিন্তা বেড়েছে এ রাজ্য়েও। প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়েও। বিগত কয়েক বছরে বারবার চিকেনস নেকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। বছরের শুরুতেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের ‘চিকেনস নেক’ সংলগ্ন এলাকাতে ঢুকেছিল পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরাও ছিলেন। তা নিয়ে বিস্তর চাপানউতোরও হয়। এখন এবার তিন পাক জঙ্গি ঢোকার সামনে আসতেই নতুন করে বাড়ছে চিন্তা।
গোয়েন্দা সূত্রে খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে নেপালের রাস্তা দিয়ে ওই তিন পাক জঙ্গি ভারতে ঢোকে। কিছুদিন আগেই তারা বিহারে পা রেখে বলে জানা যাচ্ছে। তিনজনই কুখ্যত পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে জানা যাচ্ছে। যে তিনজনের স্কেচ প্রকাশ করা হয়েছে সেখান থেকে হাসনাইন আলি, আদিল হুসেন ও মহম্মদ উসমানের নাম সামনে এসেছে। গোয়েন্দাদের আশঙ্কা বড়সড় নাশকতার ছক থাকতে পারে জঙ্গিদের। সে কারণেই সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিহারের নির্বাচন মিটলেই আবার বাংলার নির্বাচন। যদিও তার আগেই আবার সামনে দুর্গাপুজোর মতো বিরাট উৎসব। পরপর নানা পার্বন রয়েছে গোটা দেশেই। তাই সদা সতর্ক রয়েছে গোয়েন্দারা। বর্তমানে জঙ্গিদের অবস্থান, শেল্টার কোথায় নিতে পারে তাই এখন সবথেকে বেশি ভাবাচ্ছে গোয়েন্দাদের। যদিও এ দিকে ঢুকেও থাকে তাহলে তারা কোন এলাকায় আছে, কোথায় আশ্রয় নিতে পারে সে দিকে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করেছেন গোয়েন্দারা।
এই অঞ্চলেই একদিকে বাংলাদেশ ও অন্যদিকে নেপাল সীমান্ত। মাঝে সরু সুতার মতো রয়েছে চিকেনস নেক। তাই সবথেকে বেশি চিন্তা এই অঞ্চল নেই। এখান থেকে কেউ মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরের দিকে গা ঢাকা দিচ্ছেন কিনা সেদিকে নজর দিচ্ছেন গোয়েন্দারা।