
শিলিগুড়ি: অনুপ্রবেশ ইস্য়ুতে কড়া বিএসএফ (BSF)। সীমান্তে রয়েছে পুলিশও। রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এই আবহে এবার শিলিগুড়ির কাছ থেকেও গ্রেফতার বাংলাদেশি। তাৎপর্যপূর্ণ বিষয় অভিযুক্তরা ব্যাঙডুবি সেনা ছাউনির কাছে ঘুরঘুর করছিল। কী উদ্দেশ্যে তাঁরা ঘুরছিল সেখানে? তা সঠিকভাবে জানা যায়নি।
জানা যাচ্ছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের দামালপুড়ে। প্রায় কুড়ি দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢোকে সে। এরপর গত ২৫ মে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটায়। ২৬ মে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনি সংলগ্ন জঙ্গলে। শালবাড়ি থেকে কেনই বা ব্যংডুবি চলে এল তার সদুত্তর মেলেনি। ধৃতের কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এরপর রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। ধৃতের সঙ্গে জামাতযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বস্তুত, চলতি মাসেই এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল ব্যংডুবি সেনা পুলিশ। তার ঠিক ১৯ দিনের মাথায় আবারও ধরা পড়ে বাংলাদেশি নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল সেনা ছাউনির কাছ থেকে।