Weather Update: দার্জিলিংয়ে ধসে মৃত ১, আর কতদিন বৃষ্টি চলবে, জানাল হাওয়া অফিস…

Weather: গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবারও এই বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

Weather Update: দার্জিলিংয়ে ধসে মৃত ১, আর কতদিন বৃষ্টি চলবে, জানাল হাওয়া অফিস...
ভারী বৃষ্টিতে ভাসছে বাংলাImage Credit source: PTI

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 25, 2023 | 5:26 PM

দার্জিলিং: গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ। খরস্রোতা হয়ে উঠেছে পাহাড়ি নদী। জল বেড়েছে তিস্তায়। অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এরইমধ্যে দার্জিলিংয়ে ভূমিধস। দার্জিলিংয়ের পাঠাবংয়ে ভূমিধসে মৃত্যু হয়েছে একজনের। সূত্রের খবর, নিহতের নাম বাবু রাই। ৫৯ বছর বয়স। ভূমিধসে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে পাহাড়ে। ভারী বর্ষণে সোম-তকবরের অধীনে পাঠাবংয়ের ডান্ডা গ্রামে বাবুলালের বাড়ির ক্ষতি হয়। প্রবল বৃষ্টিতে ধস নামে সেখানে। এরপরই ধসের বলি হন বাবু রাই। দমকলের বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে। পাশাপাশি বাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মাটিগাড়ায়। একদিনে বৃষ্টির পরিমাণ ২৭০ মিলিমিটার।

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবারও এই বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে এদিন ভালই বৃষ্টি হয়।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় শুক্রবার। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ২৬ অগস্ট শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে ২৭ অগস্ট বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে উত্তরবঙ্গে কমবে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও শনিবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে।