Weather Update: ঠান্ডা খুঁজতে এখন দার্জিলিং না যাওয়াই ভাল, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা

Dhanraj Ghising | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2024 | 7:39 PM

Darjeeling: মাসটা সেপ্টেম্বর। কিন্তু গরম যেন পিছু ছাড়ছে না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা রেহাই মিলছে। এ দিকে উত্তরবঙ্গের অবস্থা বেহাল। দেদার ঝরছে ঘাম। অতিষ্ঠ পর্যটকরাও। সেপ্টেম্বর মাসেও প্রায় চল্লিশ ছুইছুই করছে তাপমাত্রা।

Weather Update: ঠান্ডা খুঁজতে এখন দার্জিলিং না যাওয়াই ভাল, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
দার্জিলিংয়ে তীব্র গরম
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: গরম পড়েছে! ‘চল পাহাড়ে ঘুরে আসি’, বর্ষাকাল! পাহাড় কিন্তু বড়ই সুন্দর। ভ্রমণপিপাসু বাঙালির পাহাড় আবেগ নতুন নয়। তবে জানেন এখন সেই উত্তরবঙ্গই তাতছে উত্তরবঙ্গ। হাসফাঁস অবস্থা দার্জিলিংয়ের। উধাও লেপ কম্বল। মাথার উপর ঘুরছে ফ্যান। দেদার বিকচ্ছে আইসক্রিম ও ঠান্ডা পানীয়। কার্যত গরমে কাবু দার্জিলিং।

মাসটা সেপ্টেম্বর। কিন্তু গরম যেন পিছু ছাড়ছে না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা রেহাই মিলছে। এ দিকে উত্তরবঙ্গের অবস্থা বেহাল। দেদার ঝরছে ঘাম। অতিষ্ঠ পর্যটকরাও। সেপ্টেম্বর মাসেও প্রায় চল্লিশ ছুইছুই করছে তাপমাত্রা। মূলত এই সময়টা সিজনের। পুজোর সময় প্রচুর বাঙালি ঘুরে যান পাহাড়ে। আর তার কয়েক মাস পরই পড়তে শুরু করে ঠান্ডা। এবার যেন সেই ছবি পুরো উল্টো।
যদিও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

দার্জিলিংয়ে আগত এক পর্যটক জানালেন, “আমি কলকাতা থেকে এসেছি। এতবার দার্জিলিংয়ে এসেছি এত গরম আমি পাইনি। এই সময়ে দার্জিলিংয়ে ফ্যান চলছে এটা ভাবতেই কেমন লাগছে।”

 

Next Article