Weather Update: ফাঁড়া এবার উত্তরবঙ্গে? ইতিমধ্যেই শিলিগুড়ি-ডুয়ার্সে খেল দেখাতে শুরু করল নিম্নচাপ, ভুটান থেকেও জারি সতর্কতা

Weather Update: ইতিমধ্যেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা, ডুয়ার্সে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মাল মহকুমার মেটলি এলাকায় শুরু মুষলধারে বৃষ্টি।জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। বিপর্যস্ত জনজীবন।

Weather Update: ফাঁড়া এবার উত্তরবঙ্গে? ইতিমধ্যেই শিলিগুড়ি-ডুয়ার্সে খেল দেখাতে শুরু করল নিম্নচাপ, ভুটান থেকেও জারি সতর্কতা
ভুটান থেকেও জারি সতর্কতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 30, 2025 | 10:24 PM

কলকাতা: ফাঁড়া কি কাটল দক্ষিণবঙ্গের। নিম্নচাপের বৃষ্টিতে বিপদ উত্তরে! উত্তর সিকিমে প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা। তিস্তা তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। ভুটানের জলে ডোবার আশঙ্কা রয়েছে ডুয়ার্স। রবিবার উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা, ডুয়ার্সে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মাল মহকুমার মেটলি এলাকায় শুরু মুষলধারে বৃষ্টি।জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। বিপর্যস্ত জনজীবন।

ভুটানের আবহাওয়া দফতরের তরফেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। চিন্তা বাড়ছে ভুটান সীমান্ত লালুয়া বানারহাট ব্লকের বাসিন্দাদের মধ্যে। চিন্তিত প্রশাসন। তাই বানারহাট ব্লক প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। রাজ্যের আবহাওয়া দফতরের তরফে আগেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্র ভুটান আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভুটান সীমান্ত লাগোয়া চামুর্চি ও বানারহাট এলাকায়, তাই প্রশাসনের তরফে বানারহাট এলাকার হাতিনালার পার্শ্ববর্তী এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।যার জেরে ভুটান লাগোয়া বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় হাতি নালার জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের ফাঁড়া কিছুটা হলেও কমে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।