CM Mamata Banerjee: ভিডিয়ো: হাসি মুখে ময়দার লেচিতে পাক, পাকদণ্ডীর ধারে দাঁড়িয়ে মোমো বানালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 31, 2022 | 6:37 PM

Mamata Banerjee at Darjeeling: এদিন স্বসহায়তা গোষ্ঠীর মহিলা সদস্যদের সঙ্গে আলাপচারিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময়ই ময়দার ছোট্ট লেচি হাতে তুলে নিয়ে মোমোও তৈরি করতে শুরু করেন তিনি।

Follow Us

দার্জিলিং: পাহাড় সফরে গিয়ে জনসংযোগে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। নিজের হাতে মোমো তৈরি করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দার্জিলিংয়ের পাকদণ্ডী ধরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই রাস্তার ধারে একটি মোমোর দোকান নজরে পড়ে তাঁর। সোজা সেই দোকানে ঢুকে পড়েন। দোকানি সে সময় মোমো তৈরি করছিলেন। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে যান। ময়দার লেচি হাতে তুলে মোমোর রূপ দেন সেটিকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। যে কোনও জায়গায় যে কোনও মানুষের সঙ্গে অবলীলায় মিশে যেতে পারেন তিনি।

এর আগে পূর্ব মেদিনীপুর হোক বা বোলপুর, কখনও চায়ের দোকানে চা বানাতে কখনও বা আদিবাসী পরিবারের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়তে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার পাহাড়ে মোমো তৈরি করতে দেখা গেল তাঁকে। এদিন স্বসহায়তা গোষ্ঠীর মহিলা সদস্যদের সঙ্গে আলাপচারিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের উৎসাহ দিতে সে সময়ই ময়দার ছোট্ট লেচি হাতে তুলে নিয়ে মোমোও তৈরি করতে শুরু করেন তিনি। শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীই নয়, পুরুষদের নিয়েও এ ধরনের স্বনির্ভর গোষ্ঠী গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Amit Shah on AFSPA: উত্তর পূর্বের দাবিকে মান্যতা, বেশ কয়েকটি রাজ্যে আংশিক আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের

দার্জিলিং: পাহাড় সফরে গিয়ে জনসংযোগে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। নিজের হাতে মোমো তৈরি করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দার্জিলিংয়ের পাকদণ্ডী ধরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই রাস্তার ধারে একটি মোমোর দোকান নজরে পড়ে তাঁর। সোজা সেই দোকানে ঢুকে পড়েন। দোকানি সে সময় মোমো তৈরি করছিলেন। মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে যান। ময়দার লেচি হাতে তুলে মোমোর রূপ দেন সেটিকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। যে কোনও জায়গায় যে কোনও মানুষের সঙ্গে অবলীলায় মিশে যেতে পারেন তিনি।

এর আগে পূর্ব মেদিনীপুর হোক বা বোলপুর, কখনও চায়ের দোকানে চা বানাতে কখনও বা আদিবাসী পরিবারের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়তে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার পাহাড়ে মোমো তৈরি করতে দেখা গেল তাঁকে। এদিন স্বসহায়তা গোষ্ঠীর মহিলা সদস্যদের সঙ্গে আলাপচারিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের উৎসাহ দিতে সে সময়ই ময়দার ছোট্ট লেচি হাতে তুলে নিয়ে মোমোও তৈরি করতে শুরু করেন তিনি। শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীই নয়, পুরুষদের নিয়েও এ ধরনের স্বনির্ভর গোষ্ঠী গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Amit Shah on AFSPA: উত্তর পূর্বের দাবিকে মান্যতা, বেশ কয়েকটি রাজ্যে আংশিক আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের

Next Video