North Bengal: চারদিনের জন্য বন্ধ থাকছে বাংলা-সিকিমের লাইফ লাইন, এবার পাহাড়ে ঘুরতে যাবেন কোন পথে?

National Highway: ওই নির্দিষ্ট সময়ে যাতায়াত চলবে বিকল্প রাস্তাগুলি দিয়ে। এ ক্ষেত্রে বারবার উঠে আসছে দু’টি রাস্তার কথাই। এ ক্ষেত্রে প্রথমে ডুয়ার্স থেকে বাগরাকোট হয়ে ৭১৭এ রাস্তা ধরে চারখোল হয়ে আলগাড়া পর্যন্ত যেতে হবে।

North Bengal: চারদিনের জন্য বন্ধ থাকছে বাংলা-সিকিমের লাইফ লাইন, এবার পাহাড়ে ঘুরতে যাবেন কোন পথে?
খোলা আছে কোন কোন রাস্তা? Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

Oct 14, 2025 | 9:07 PM

শিলিগুড়ি: কিছুদিন আগেই পার্বত্য এলাকা থেকে ডুয়ার্সের বড় অঞ্চল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে। তারপর থেকে স্বাস্থ্য একদমই ভাল নেই। এরইমধ্যে এবার টানা চারদিন বন্ধ হতে চলেছে ১০ নম্বর জাতীয় সড়ক। মেরামতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটক হোক বা সিকিমে ঘুরতে যাওয়া পর্যটক, সর্বদাই ভরসার রাস্তা হিসাবে থেকেছে শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়ক। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মুখে ফের পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে পার্বত্য এলাকাগুলিতে। কিন্তু, নতুন করে রাস্তা বন্ধের খবরে বাড়ছে উদ্বেগ। 

সূত্রের খবর, ২৯ মাইল ও গেইলখোলার মাঝে একাধিক জায়গায় ধস নেমেছে। সারাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন। ঠিক হয়েছে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়ক। ফলে ওই সময়ে পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদের বিকল্পের খোঁজ করা ছাড়া কোনও উপায় থাকছে না। 

ওই নির্দিষ্ট সময়ে যাতায়াত চলবে বিকল্প রাস্তাগুলি দিয়ে। এ ক্ষেত্রে বারবার উঠে আসছে দু’টি রাস্তার কথাই। এ ক্ষেত্রে প্রথমে ডুয়ার্স থেকে বাগরাকোট হয়ে ৭১৭এ রাস্তা ধরে চারখোল হয়ে আলগাড়া পর্যন্ত যেতে হবে। তারপর আলাগাড়া থেকে কালিম্পং থেকে মুনসুং গয়ে লাভা-লোলেগাঁঁও হয়ে রংপু পর্যন্ত যাওয়া যাবে। তবে স্থানীয় সূত্রে খবর, ৭১৭এ-র অবস্থাও যে খুব ভাল এমনটা নয়। তাই আলাদা করে সাবধানতা ছাড়া কোনও উপায় নেই। অন্যদিকে ডামডিম হয়ে গরুবাথানের রাস্তা ধরেও চলে যাওয়া যাবে উপরে। গরুবাথান থেক পাপরক্ষেতি হয়ে লাভা-লোলেগাঁও হয়ে আলাগাড়া হয়ে মুংসুং রোড ধরে এগিয়ে যাওয়া যাবে। সেখান থেকে চলে যাওয়া যাবে রংপো পর্যন্ত।