দুবরাজপুর: বাঁধের কাছে ঘুরতে এসেছিলেন স্থানীয় লোকজন। সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকাতেই আঁতকে উঠলেন সকলে। গাছেই ঝুলছেন এক ব্যক্তি। পরে পুলিশকে খবর দেওয়া হল সদাইপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় কয়েকজন নীল নির্জন ড্যামের কাছে ঘুরতে আসেন। তাঁরা এসে দেখেন সামনের কৃষ্ণচূড়া গাছে ঝুলছে একটি দেহ। খবর চাউর হতেই সেই মৃতদেহ দেখতে উপচে পড়ে ভিড়। পুলিশ আসে।
কিন্তু এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারা যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ। তাঁরা এসে মৃতদেহটি নামায়। পরে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঠিক কী কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ।