Jalpaiguri Nursing Training School: ক্ষোভে ফুঁসছেন প্রতারিত ছাত্রীরা, জলপাইগুড়িতে ভুয়ো নার্সিং ট্রেনিং স্কুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলাশাসকের

Jalpaiguri Nursing Training School: নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ রয়েছে পড়ুয়াদের। পড়ুয়াদের অভিযোগ, নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা তাঁদের ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাঁদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছেন। যা নিয়ে বিগত কয়েকদিন ধরে চলছে লাগাতার আন্দোলন।

Jalpaiguri Nursing Training School: ক্ষোভে ফুঁসছেন প্রতারিত ছাত্রীরা, জলপাইগুড়িতে ভুয়ো নার্সিং ট্রেনিং স্কুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলাশাসকের
বড় নির্দেশ জেলাশাসকেরImage Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 29, 2023 | 8:20 PM

জলপাইগুড়ি: জলপাইগুড়ি দিশারি নার্সিং ট্রেনিং স্কুলের বিরুদ্ধে ওঠা নানাবিধ অভিযোগ নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক শামা পারভিন। সম্প্রতি ওই স্কুলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে জেলাশাকের দ্বারস্থ হয়েছিলেন প্রতারিত ছাত্রীদের একাংশ। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার আবারও জেলাশাকের দ্বারস্থ হন ছাত্রীরা। তাতে নড়েচড়ে বসে প্রশাসন।

সূত্রের খবর, জেলাশাসক পড়ুয়াদের থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। এরইসঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে গোটা ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন। অপরদিকে এদিন জেলাশাকের সঙ্গে দেখা করার পর শান্তনু শর্মার দর্জি পাড়ার ফ্ল্যাট ঘেরাও করেন বিক্ষুব্ধ ছাত্রীরা। কিন্তু ফ্ল্যাটে তালা থাকায় তাঁরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন। তাঁদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিকালে পুলিশ শান্তনু শর্মার ফ্ল্যাটে অভিযান চালায়। কিন্তু ফ্ল্যাট তালা বন্দ থাকায় পুলিশ ফিরে আসে।  

নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ রয়েছে পড়ুয়াদের। পড়ুয়াদের অভিযোগ, নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা তাঁদের ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাঁদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছেন। একে পড়ুয়া অন্যের হাত কেটে সেলাই করে, ফাঁকা ইঞ্জেকশন সিরিঞ্জ একে অপরের শরীরে পুশ করানোর মাধ্যমে নার্সিংয়ের ট্রেনিং দেওয়ারও অভিযোগ রয়েছে এই শান্তনুর বিরুদ্ধে।