সংক্রমণ-মৃত্যুতে লাফ উত্তর ২৪ পরগনায়, হাওড়াতেও চিন্তা মৃত্যু, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি

May 30, 2021 | 11:17 PM

একদিনে রাজ্যে মোট করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের।

সংক্রমণ-মৃত্যুতে লাফ উত্তর ২৪ পরগনায়, হাওড়াতেও চিন্তা মৃত্যু, দেখুন সংক্রমণের জেলাওয়াড়ি ছবি
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। কিছুদিন আগেও দৈনিক সংক্রমণ ২০ হাজার পার করে যাচ্ছিল। যার জেরে উদ্বেগ বাড়ছিল বঙ্গবাসীর। তবে টিকাকরণ, কার্যত লকডাউন, নাইট কার্ফু-সহ একাধিক বিধিনিষেধের জালে কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছে কোভিডের বাড়বাড়ন্ত। তবে জেলার মধ্যে উত্তর ২৪ পরগনার ছবিটা এখনও বেশ চিন্তার। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। শনিবার মৃত- ০, রবিবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৪ জন। শনিবার মৃত- ০, রবিবার মৃত -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪৮ জন। শনিবার মৃত- ২, রবিবার মৃত- ৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। শনিবার মৃত- ১, রবিবার মৃত- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৫। শেষ ২৪ ঘণ্টায় ৫০১ জন। শনিবার মৃত- ৫, রবিবার মৃত- ৬।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। শনিবার মৃত- ২, রবিবার মৃত-১।

দক্ষিণ দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৬ জন। শনিবার মৃত-৪, রবিবার মৃত- ৩।

মালদহ– গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৫ জন। শনিবার মৃত- ১, রবিবার মৃত- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৭ জন। শনিবার মৃত- ১, রবিবার মৃত- ৩।

নদিয়া– গতকাল আক্রান্ত ৬৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮০ জন। শনিবার মৃত- ১৭, রবিবার মৃত- ৫।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৫ জন। শনিবার মৃত- ২, রবিবার মৃত- ৩।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬ জন। শনিবার মৃত- ২, রবিবার মৃত- ১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯৬ জন। শনিবার মৃত- ৫, রবিবার মৃত- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। শনিবার মৃত- ০, রবিবার মৃত- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৫ জন। শনিবার মৃত-১, রবিবার মৃত- ৩।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২৮ জন। শনিবার মৃত- ০, রবিবার মৃত- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২০ জন। শনিবার মৃত- ১, রবিবার মৃত- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১৬ জন। ২। শনিবার মৃত- ২, রবিবার মৃত-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৮৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২৬ জন। শনিবার মৃত- ৭, রবিবার মৃত- ১৪।

হুগলি– গতকাল আক্রান্ত ৬০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭০ জন। শনিবার মৃত- ৭, রবিবার মৃত- ৮।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৪৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৪০ জন। শনিবার মৃত- ৩৬, রবিবার মৃত- ৪৯।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১৩ জন। শনিবার মৃত- ৮, রবিবার মৃত- ৮।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮৪৯ জন। শনিবার মৃত-৪৪, রবিবার মৃত- ৩৩।

রবিবার একদিনে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪২ জন।

Next Article