Domkal Election Result 2021 Live: ডোমকলে জয়ী তৃণমূল

ডোমকলে (Domkal Assembly Election Live Update) ক্ষমতা পেতে মরিয়া তৃণমূল। নজর রয়েথে পদ্মরও। চাপে কংগ্রেস ও বাম শিবির। জেনে নিন এই কেন্দ্রের খুঁটিনাটি।

Domkal Election Result 2021 Live: ডোমকলে জয়ী তৃণমূল
নিজস্ব চিত্র

| Edited By: সুমন মহাপাত্র

May 02, 2021 | 11:59 PM

মুর্শিদাবাদ: ডোমকল বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭৫ নং ডোমকল বিধানসভা কেন্দ্রটি আজিমগঞ্জগোলা, গড়াইমারি, জুগিন্দা, সারঙ্গপুর, ভগীরথপুর, গরিবপুর, জুরানপুর, ঘোড়ামারা, মধুরকুল, ডোমকল, জিতপুর ও রাইপুর গ্রাম পঞ্চায়েত গুলি ডোমকল সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। ডোমকল বিধানসভা কেন্দ্রটি ১১ নং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ডোমকল দখল তৃণমূলের।

এক নজরে ডোমকলের সব আপডেট: 

♦ ১৯ রাউন্ডের শেষে ১৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি।

♦১৫ রাউন্ডের শেষে ডোমকলে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

 

 

১৯৭২ সালে অবশ্য কংগ্রেস প্রার্থী এক্রামুল হক বিশ্বাস এই আসন জয় করেন। কিন্তু তার আগে এই আসন বামেদের দখলে ছিল। ১৯৭১ সালে সিপিআইএমের এমডি.আবদুল বারি এই আসন থেকে জয়ী হয়েছিলেন। তারও আগে একবার কংগ্রেসের দখলে এসেছিল এই আসনটি। ১৯৬৯ সালে কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাস এই আসনে জিতেছিলেন। তবে ১৯৬৭ সালে সিপিআইএমের এমডি. আবদুল বারি এই আসনে জয়লাভ করেছিলেন। এর আগে ডোমকল কেন্দ্রে কোনও আসন ছিল না।

২০১১ সালের নির্বাচনেও সিপিআইএমের আনিসুর রহমান তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সৌমিক হোসেনকে এই আসনে পরাজিত করেছিলেন। শুধু তাই নয়, ২০০৬, ২০০১, ১৯৯৬ ও ১৯৯১ সালের নির্বাচনগুলোতে পর পর চার বার সিপিআইএমের আনিসুর রহমান ডোমকল কেন্দ্র থেকে জিতেছিলন। ২০০৬ ও ২০০১ সালে দু’‌বার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রেজাউল করিম, ১৯৯৬ সালে কংগ্রেসের সাদেক রেজা ও ১৯৯১ সালে সারকের মোক্তার হোসেনকে এই আসনে হারিয়ে দিয়েছিলেন আনিসুর। তার আগে ১৯৮৭ সালে সিপিআইএমের এমডি. আবদুল বারি কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাস, ১৯৮২ সালে আইইউএমএলের এ.কে.এম.হাজেকুল আলম ও ১৯৭৭ সালে আবার কংগ্রেসের এক্রামুল হক বিশ্বাসকে পরাজিত করেছিলেন আবদুল।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএমের আনিসুর রহমান সরকার জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭১ হাজার ৭০৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের সৌমিক হোসেন। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৪ হাজার ৮১৩৷ সিপিএমের আনিসুর রহমান সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সৌমিক হোসেনকে ৬ হাজার ৮৯০ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফিকুল ইসলাম। অন্যদিকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রুবিয়া খাতুন। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন সিপিআইএম মুস্তাফিজুর রহমান।

বিদায়ী বিধায়ক: আনিসুর রহমান
প্রাপ্ত ভোট: ৭১৭০৩
মোট ভোটার: ২৩৩৮৪১
ভোট শতাংশ: ৮৩.৮৪
মোট প্রার্থী: ১২