Durga Puja 2025: রাজত্ব নেই, রয়েছে আভিজাত্য! তোপের ‘গর্জনেই’ আজও পুজো শুরু হয় এখানে

Durga Puja in Mallabhum Kingdom: মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রতিবারের রীতি মেনেই শুরু হল মল্ল রাজাদের সন্ধি পুজো। আর সেই সন্ধিপুজোর আগে গর্জে উঠল কামান। শূন্যের দিকে তাক করে দাগা হল তোপ। এদিন রাজ দরবার সংলগ্ন মূর্ছা পাহাড়ের উপর থেকেই দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ দাগা হল তোপ। সঙ্গে সঙ্গে ধোঁয়া ঢাকল গোটা এলাকা।

Durga Puja 2025: রাজত্ব নেই, রয়েছে আভিজাত্য! তোপের গর্জনেই আজও পুজো শুরু হয় এখানে
কামান দেগে শুরু পুজোImage Credit source: নিজস্ব চিত্র

|

Sep 30, 2025 | 4:29 PM

কৌশিক ঘোষ ও হীরক মুখোপাধ্য়ায়ের রিপোর্ট

মুর্শিদাবাদ ও বাঁকুড়া: মল্ল রাজাদের পুজো! সময় গিয়েছে কিন্তু সাবেকিয়ানা নয়। সেকালেও লোকমুখে ছড়িয়েছে কথা, একালে ছড়াবে না তা কি হয়? সেই বিষ্ণুর উপাসকদের একালের পুজো নজর কাড়ল সাধারণ মানুষের। গ্রামবাসীদের চোখে এই দৃশ্য প্রতিবারের হলেও, এর ঐতিহ্য তাদের কাছে এখনও অটুট।

মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রতিবারের রীতি মেনেই শুরু হল মল্ল রাজাদের সন্ধিপুজো। আর সেই সন্ধিপুজোর আগে গর্জে উঠল কামান। শূন্যের দিকে তাক করে দাগা হল তোপ। এদিন রাজ দরবার সংলগ্ন মূর্ছা পাহাড়ের উপর থেকেই দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ দাগা হয়েছে তোপ। সঙ্গে সঙ্গে ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। তোপের গর্জন শোনা যায় দূর-দূরান্ত পর্যন্ত। আর সেই কামানের শব্দ কানে আসতেই বিষ্ণপুরের মল্ল রাজাদের রাজ দরবার এবং সেই সংলগ্ন যত ছোট-বড় পুজো মণ্ডপ রয়েছে, তাতে শুরু হয়ে যায় সন্ধিপুজো।

আজ থেকে প্রায় সহস্র বছর আগে বা আরও নির্দিষ্ট করে বললে ১ হাজার ২৯ বছর আগে এমনই তোপ দেগে দরবার লাগোয়া মূর্ছা পাহাড় থেকে মল্ল রাজাদের কূলদেবী মৃন্ময়ীর সন্ধিপুজো হত। আগে কামানের আকার আরও বড় হলেও, সময়ের নিয়মে তা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। কিন্তু রীতি তা এখনও অটুট।

মল্লরাজাদের মতোই সাড়ে ৫০০ বছর ধরে একই রীতি মেনে আসছে মুর্শিদবাদের কান্দির গুপি বাবুরাও। জমিদারি আর নেই ঠিকই, কিন্তু রয়ে গিয়েছে আভিজাত্য। যা দেখতে ভিড় জমান বহু মানুষ। সেখানে আবার দু-দু’বার দাগা হয় কামান। মঙ্গলবারও তেমনটাই হল। প্রথমবার সন্ধিপুজোর আগের পশুবলি। দ্বিতীয়বার তোপ দাগা হল বলির পর। যার কান ধাঁধানো শব্দ শোনা গেল মাইলের পর মাইল। তারপরই গোটা এলাকায় শুরু হল সন্ধিপুজো।