Durgapur: দুর্গাপুরের হাসপাতাল থেকে নিখোঁজ নেপালের বাসিন্দা, চাঞ্চল্য

Jayanta Biswas | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2024 | 3:45 PM

Durgapur: পরিবারের দাবি,  ১৯ নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল ১০টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে এসে দেখেন শ্যালক বেপাত্তা।

Durgapur: দুর্গাপুরের হাসপাতাল থেকে নিখোঁজ নেপালের বাসিন্দা, চাঞ্চল্য
হাসপাতাল থেকে নিখোঁজ রোগী
Image Credit source: TV9 Bangla

Follow Us

দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৭ নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক। অসুস্থ হওয়ায় ১৮ নভেম্বর তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা।

পরিবারের দাবি,  ১৯ নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল ১০টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান। ফিরে এসে দেখেন শ্যালক বেপাত্তা।

হাসপাতালে খোঁজাখুঁজি করে ফল না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রাম শ্রেষ্ঠা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। তারপরেও ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা বল অভিযোগ পরিবারের । হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, ১৯ নভেম্বর রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পুলিশকে সমস্ত ঘটনা জানানো. হয়েছে।

Next Article