DVC News: একদিনের বৃষ্টিতেই জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, ফের প্লাবন হাওড়া-হুগলিতে?

Weather Update Today: স্থানীয় সূত্রে খবর, গতকাল পর্যন্ত বৃষ্টির দাপটে দুর্গাপুর ব্যারেজ থেকে ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। কিন্তু মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি কারণে বাড়তি জল জমেছে দুর্গাপুরে। যার জেরে আরও ৬ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি।

DVC News: একদিনের বৃষ্টিতেই জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, ফের প্লাবন হাওড়া-হুগলিতে?
জল ছাড়ছে ডিভিসিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 08, 2025 | 10:09 AM

দুর্গাপুর: রাজ্যজুড়ে দানা বাঁধছে ‘জলাতঙ্ক’। তবে রোগ নয়। এটা আসলে বন্যার ভয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় পাক খাচ্ছে নিম্নচাপ। যার জেরে লাগাতর বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, একে নিম্নচাপ তার সঙ্গে আবার দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখাও। সব মিলিয়ে জেরবার অবস্থা।

তার মধ্যেই আবার গোদের উপর বিষফোঁড়া হয়েছে ডিভিসি। দানা বাঁধছে প্লাবনের আশঙ্কা। DVC সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়াও হচ্ছে ৪০ হাজার কিউসেক জল। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, গতকাল পর্যন্ত বৃষ্টির দাপটে দুর্গাপুর ব্যারেজ থেকে ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। কিন্তু মাইথন ও পাঞ্চেত সংলগ্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি কারণে বাড়তি জল জমেছে দুর্গাপুরে। যার জেরে আরও ৬ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি।

বরাবরই ডিভিসির এই জলছাড়ার প্রবণতার মাশুল গুনেছে হাওড়া-হুগলি জেলার বাসিন্দারা। ভেসে গিয়েছে চারপাশ। নষ্ট হয়েছে ফসল। ডিভিসির বিরুদ্ধে খড়্গহস্তে আসরে নামতে দেখা গিয়েছে রাজ্য সরকারকেও। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়তেই শুরু করেছে দামোদার ভ্য়ালি কর্পোরেশন। এখনও এর পরিণাম টের না পাওয়া গেলেও ভয় যে একটা রয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহই নেই।