AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপি কর্মীকে ‘খুন’ করে দেহ পুকুরে! রণক্ষেত্র পূর্বস্থলী

এদিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, "এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। তৃণমূলের ঘাড়ে দোষ চাপান হচ্ছে।" উত্তেজনা রয়েছে এলাকায়।

বিজেপি কর্মীকে 'খুন' করে দেহ পুকুরে! রণক্ষেত্র পূর্বস্থলী
মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু পূর্বস্থলীর বিজেপি কর্মীর, বলছে ময়নাতদন্তের রিপোর্ট
| Updated on: Dec 13, 2020 | 6:40 PM
Share

পূর্ব বর্ধমান: উত্তর ২৪ পরগনার হালিশহরের পর এবার পূর্ব বর্ধমানের  (East Burdwan) পূর্বস্থলী। আরও একবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মৃতের নাম সুকদেব প্রামাণিক। তিনি পূর্বস্থলীর নিমদহের চাঁদপাড়া এলাকার বাসিন্দা। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে তাঁর দেহ পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পূর্বস্থলীর ছাতনি জামালপুর রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। মাঝরাস্তায় দেহ ফেলেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। প্রতিবাদ জানান বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। জানা গিয়েছে, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর ‘হামলা’র প্রতিবাদে কালনার পূর্বস্থলীর চাঁদপুর থেকে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন সুকদেব প্রামাণিক। তারপরের দিন থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। রবিবার সকালে একটি পুকুর থেকে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় সুকদেব প্রামাণিকের।

মৃতের মায়ের অভিযোগ, “আমার ছেলে বিজেপি করত বলেই ওকে খুন করে দেহ লুকিয়ে রেখেছিল তৃণমূলের লোকেরা। ” কয়েকজন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিস।

আরও পড়ুন: হালিশহরের বিজেপি কর্মী খুনে শাসকদলের দুই মন্ত্রী খাঁড়া করলেন দুই তত্ত্ব!

এদিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, “এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। তৃণমূলের ঘাড়ে দোষ চাপান হচ্ছে।” উত্তেজনা রয়েছে এলাকায়।