ED Raid: দুলালের ঘরে ইডি! আজাদের হদিশ পেতেই ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে তদন্তকারীরা ছুটল নদিয়ায়

ED Raid: কিন্তু বেছে বেছে দুলালের ঘরেই কেন হানা ইডির? জানা গিয়েছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে লিঙ্কম্যানদের হাতে পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।

ED Raid: দুলালের ঘরে ইডি! আজাদের হদিশ পেতেই ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে তদন্তকারীরা ছুটল নদিয়ায়
ফাইল ছবিImage Credit source: ফাইল চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 17, 2025 | 12:08 PM

কলকাতা: পাসপোর্ট জালিয়াতি তদন্তে ফের ‘অ্য়াকশনে’ ইডি। বৃহস্পতিবার আবার নদিয়ায় হানা দিলেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, এদিন সাতসকালে নদিয়ার চাকদহ এলাকার ঘেটুগাছি শিবপুরে দুলাল সরকারের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকদের একটি দল। শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।

কিন্তু বেছে বেছে দুলালের ঘরেই কেন হানা ইডির? জানা গিয়েছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে লিঙ্কম্যানদের হাতে পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই একটার পর একটা লিঙ্ক জুড়তেই বেরিয়ে এসেছে চাকদহের দুলাল সরকারের নাম। এলাকায় চাষবাস করে খাওয়া ব্যক্তি হলেও, দুলালের বিরুদ্ধে একাংশের অভিযোগ, তিনি নাকি অনুপ্রবেশে মদত জোগাতেন। বাংলাদেশ হয়ে আসা অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে নতুন পরিচয়পত্র তৈরি করে দিতেন এই দুলালই।

উল্লেখ্য, পয়লা বৈশাখ থেকে নতুন উদ্যমে ময়দানে নেমে পড়েছে ইডি। সেদিনই রাজ্য ৮ জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। এই জালিয়াতি মামলায় উত্তর ২৪ পরগনার গেদে থেকে অলোক নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেন তারা। তারপর সিজিওতে এনে চলে দশ ঘণ্টার উপর জেরা। তদন্তকারীদের সূত্রে খবর, অলোক ই-পাসপোর্ট অফিসে কাজ করতেন। আর সেই কাজের মাধ্যমেই বহু অনুপ্রবেশকারীকে এ দেশে আনতে এজেন্ট হিসাবে কাজ করতেন তিনি।

অলোকের গ্রেফতারির পর দিন পেরতেই এই মামলায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করে ইডি। নাম আজাদ মল্লিক। সে বাংলাদেশের বাসিন্দা। স্ত্রী, সন্তান থাকে বাংলাদেশেই। কিন্তু আজাদ নিজে থাকে বিরাটিতে। সেখানে একটি ভাড়া বাড়ি থেকে মানি এক্সচেঞ্জের কাজ করতেন আজাদ। তবে সেটা লোককে দেখানোর জন্য। ওই চার দেওয়ালের কামরা থেকে আজাদ করতেন বাংলাদেশি চরের মতো। ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিতেন অনুপ্রবেশকারীদের।