পূর্ব মেদিনীপুর: একুশের ভোট যুদ্ধে নন্দীগ্রাম যেন হয়ে উঠেছে মহা সংগ্রামের ভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো দুই হেভিওয়েট নামের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) উপর প্রচারের আলো ততটা উজ্জ্বলভাবে পড়েনি ঠিকই। তবে তাঁকেও রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে। প্রচারে বেরিয়ে একাধিকবার আক্রান্ত হওয়ার এ বার মীনাক্ষীর নিরাপত্তা (Security) বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)।
নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষীর প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল না ঠিকই। তবে নন্দীগ্রামের অলিতে-গলিতে ঘুরে তিনি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সবরকম চেষ্টা করে গিয়েছেন। সেই প্রচারে যাওয়ার সময় একাধিকবার আক্রান্ত হয়েছেন মীনাক্ষী। প্রচারে শেষ দিনও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে মীনাক্ষীর মিছিলে ‘হামলা’ চালানোর। এহেন একাধিক ঘটনার পর বুধবার মীনাক্ষীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানান সিপিএম নেতা রবীন দেব।
আরও পড়ুন: নন্দীগ্রামে বহিরাগতদের ‘নো এন্ট্রি’, সীমান্ত সিল করল কমিশন
সেই আবেদনে সাড়া দিয়ে ভোটের আগের দিন বিকেলে মীনাক্ষীর নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কমিশন। সিপিএম-র পক্ষ থেকে পাঁচ নিরাপত্তারক্ষী-সহ একটি পেট্রোলিং গাড়ি চাওয়া হয়েছিল। পেট্রোলিং গাড়ি না দেওয়া হলেও মীনাক্ষীকে চারজন সশস্ত্র বাহিনী দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে মীনাক্ষীর সঙ্গে একজন নিরাপত্তারক্ষী ছিল। এ বার আরও তিনজন যুক্ত ছিল।
আরও পড়ুন: লাখো বুটের শব্দ শুনবে রাজ্য, বাংলা মুখী আরও ২০০ কোম্পানি বাহিনী