AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deganga: জমি নিয়ে টানাপোড়েন! বছর ষাটের বাবাকে তুলে আছাড় মারল ছেলে

Deganga: স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় ওই বৃ্দ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলাকারই গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি, অভিযুক্ত ছেলে ও বৌমার বিরুদ্ধে দেগঙ্গা থানায় মারধরের লিখিত অভিযোগ করেন আক্রান্ত বাবা।

Deganga: জমি নিয়ে টানাপোড়েন! বছর ষাটের বাবাকে তুলে আছাড় মারল ছেলে
আক্রান্তImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 15, 2025 | 10:24 AM

দেগঙ্গা: সম্পত্তি নিয়ে বাবা-ছেলেতে বিবাদ। পরিণাম? বৃদ্ধ বাবাকে তুলে আছাড় মারল ছেলে-বৌমা। দা দিয়ে আঘাত করল কপালেও। শেষমেশ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে হাজির বৃদ্ধ।

ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার মুরারীডাঙ্গার। সেখানে বছর ষাটেকের বৃদ্ধ আহম্মদ আলী মন্ডলের অভিযোগ, তার বড় ছেলে তাকে তুলে আছাড় মেরেছে ও বড় বৌমা দা দিয়ে মাথায় কার্যত ‘কোপ’ বসিয়েছে। কিন্তু কী কারণে ঘরের মধ্য়ে এত অশান্তির সূত্রপাত?

জানা গিয়েছে, জমি নিয়েই যত বিবাদ। বড় ছেলেকে ভাগের জমি দিয়েছে বাবা। কিন্তু তার কাছে তা পর্যাপ্ত নয়। তাই আরও সম্পত্তির দাবি ঘিরেই শুরু হয় বিবাদ। সোমবার সকালে সেই অশান্তির পারদ চড়ে আরও কয়েক ধাপ। তারপর ক্ষেপে গিয়ে বৃদ্ধ বাবার উপর আক্রমণ করে বসে ছেলে। সঙ্গী হয় বৌমাও। এই ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে ছোট ভাইও।

স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় ওই বৃ্দ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলাকারই গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি, অভিযুক্ত ছেলে ও বৌমার বিরুদ্ধে দেগঙ্গা থানায় মারধরের লিখিত অভিযোগ করেন আক্রান্ত বাবা।