Gaighata: গাইঘাটায় সমবায়ে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই! জয়ী হল বিক্ষুব্ধ তৃণমূলীদেরই

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2025 | 7:30 PM

Gaighata: তৃণমূলের দুই গোষ্ঠীর আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল । বিক্ষুব্ধ প্রার্থীদের হয়ে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস বলেন, "তৃণমূলের সৎ যাঁরা,তাঁদের জয় হয়েছে। তৃণমূলের অসৎদের হার হয়েছে । সমবায় ভোট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।"

Gaighata: গাইঘাটায় সমবায়ে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই! জয়ী হল বিক্ষুব্ধ তৃণমূলীদেরই
জয় তৃণমূলের
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা।  গাইঘাটার ১২ আসনের সমবায় ভোটে তৃণমূলের বিক্ষুব্ধরা জিতল ৮ আসনে, অন্য ৪ আসনে জয় হল দলীয় প্রার্থীদের।

উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতাতে পূর্ব বারাসাতে সমবায় ভোট ছিল শনিবার। পূর্ব বারাসত কৃষি সমবায়ে ১২টি আসন।  ১২টি আসনে ২৪ জন প্রার্থীর প্রত্যেকেই তৃণমূল কর্মী। সমবায়ের ৪৯৮ জন সদস্য ভোট দেন। ফল প্রকাশের পর দেখা যায়, ১২টির মধ্যে ৮টি আসনে জয় হয় বিক্ষুব্ধদের।

তৃণমূলের দুই গোষ্ঠীর আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল । বিক্ষুব্ধ প্রার্থীদের হয়ে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস বলেন, “তৃণমূলের সৎ যাঁরা,তাঁদের জয় হয়েছে। তৃণমূলের অসৎদের হার হয়েছে । সমবায় ভোট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।”

অন্যদিকে তৃণমূলের দলীয় প্রার্থীদের মধ্যে ৪ প্রার্থী জয়ী হয়েছে। তাঁরা আবার দাবি করছেন, অন্য জয়ী ৮ প্রার্থীদের মধ্যে অধিকাংশই আসলে বিজেপির লোক। তাঁদের ১২ জন প্রার্থীর মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের ছিল, আর ১১ জন বিজেপির।

যদিও সমবায় ভোটে তৃণমূল তৃণমূল লড়াই প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপণ মজুমদার কটাক্ষ করেছেন। তিনি বলেন, “তৃণমূল দলে সৎ লোক নেই । নিজেদের মধ্যে খেও খেয়ি করছে । রাজ্যের শাসক দল সমবায় ভোটে রাতের অন্ধকারে ভোট ঘোষণা করে নিজেরা নিজেরা লড়াই করছে । ২০২৬ সালের মানুষ এর জবাব দেবে।”