রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে: কোন পেশার মানুষ ঝুঁকে কোন দিকে? দুর্নীতি কি ভোগাবে তৃণমূলকে?

ঋদ্ধীশ দত্ত |

Mar 25, 2021 | 6:57 PM

প্রত্যেকটি জেলার থেকে রিপোর্টররা যে গ্রাউন্ড রিপোর্ট পাঠিয়েছেন, তার ভিত্তিতেই এই তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে।

রিপোর্টারদের গ্রাউন্ড সার্ভে: কোন পেশার মানুষ ঝুঁকে কোন দিকে? দুর্নীতি কি ভোগাবে তৃণমূলকে?
অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

Follow Us

কলকাতা: কী ভাবছে বাংলা? কোন পালে বইছে বঙ্গ রাজনীতির হাওয়া? ইঙ্গিত পেতে গতকাল, অর্থাৎ ২৪ মার্চ জনমত সমীক্ষার একটি রিপোর্ট প্রকাশ করেছিল TV9 বাংলা ও পোলস্ট্র্যাট। এ বার পাঠকদের সামনে তুলে ধরা হচ্ছে জেলা-জুড়ে ছড়িয়ে থাকা আমাদের রিপোর্টারদের গ্রাউন্ড রিপোর্ট। প্রত্যেকটি জেলার থেকে রিপোর্টররা যে গ্রাউন্ড রিপোর্ট পাঠিয়েছেন, তার ভিত্তিতেই এই তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে।

এই গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমেই পাঠক এবং দর্শকরা কিছুটা আভাস পেতে পারেন, কী হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে। কোন পেশা, কোন ধর্মের মানুষই বা কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকবেন। সেই ইঙ্গিত পাওয়া যাবে এই গ্রাউন্ড রিপোর্টে। সাধারণ মানুষের সামনে যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছিল এবং যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতেই এই রিপোর্ট পেশ করছে TV9 বাংলা।

প্রশ্ন- কোন ইস্যুতে ভোট দেবে বাংলা?

এই প্রশ্নের উত্তরে ৪২ শতাংশ মানুষই জানিয়েছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তাঁরা ভোট দেবেন। রাজনৈতিক হিংসার ইস্যুতে ভোট দেবেন বাংলার ২৫ শতাংশ মানুষ। শাসকদলের তোষণের রাজনীতির বিরুদ্ধে ভোট দেবেন ২৩ শতাংশ মানুষ। এবং এলাকার বিধায়ককে কাছে না পাওয়ার কারণে ১০ শতাংশ মানুষ ভোট দেবেন।

কোন পেশার মানুষ কাকে ভোট দেবেন?

ব্যবসায়ী

বিজেপিকে ভোট দেবেন ৪১ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ৩৩ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১২ শতাংশ
১২ শতাংশ ব্যবসায়ী এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
১ শতাংশ ব্যবসায়ীর পছন্দ নোটা

কৃষক

বিজেপিকে ভোট দেবেন ৩১ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ৪৩ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১৮ শতাংশ
৭ শতাংশ কৃষক এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
নোটায় ভোট দেওয়া পক্ষপাতী নন কেউই

শ্রমিক

বিজেপিকে ভোট দেবেন ৩২ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ৪৩ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১৯ শতাংশ
৬ শতাংশ শ্রমিক এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
১ শতাংশ শ্রমিকের পছন্দ নোটা

বেসরকারি কর্মী

বিজেপিকে ভোট দেবেন ৪২ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ২৭ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১৫ শতাংশ
১২ শতাংশ বেসরকারি কর্মী এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
৩ শতাংশ বেসরকারি কর্মীদের পছন্দ নোটা

আরও পড়ুন: ‘যে সংখ্যালঘুর হয়ে বলছে, সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে’, নাম না করে আব্বাসকে তীব্র কটাক্ষ মমতার

সরকারি কর্মী

বিজেপিকে ভোট দেবেন ৩৬ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ৪২ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১১ শতাংশ
৭ শতাংশ সরকারি কর্মী এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
৩ শতাংশ সরকারি কর্মীদের পছন্দ নোটা

বেকার

বিজেপিকে ভোট দেবেন ৪৩ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ২০ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ২০ শতাংশ
১২ শতাংশ বেকার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
৪ শতাংশ বেকারদের পছন্দ নোটা

গৃহবধু

বিজেপিকে ভোট দেবেন ৪১ শতাংশ
তৃণমূলকে ভোট দেবেন ৩২ শতাংশ
সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ১২ শতাংশ
১২ শতাংশ গৃহবধু এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন
৩ শতাংশ গৃহবধুদের পছন্দ নোটা

আরও পড়ুন: ‘বিজেপি যা বলবে তাই করতে হবে! বিজেপি কী দেয় আপনাদের?’ কমিশনকে তুলোধনা মমতার

 

 

 

Next Article