Harirampur: খেলতে খেলতে গাছের ফল খেয়ে হাসপাতালেই একই পাড়ার ৯ শিশু!
Harirampur: বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে গঙ্গারামপুর হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। বর্তমানে ন' শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ পুরো ঘটনার উপর নজর রেখেছে জেলা স্বাস্থ্য দফতর কর্তৃপক্ষ।
হরিরামপুর: খেলতে খেলতে গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের ৯ শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে। প্রথমে সকলকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই ৯ শিশু চিকিৎসাধীন।
বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে গঙ্গারামপুর হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। বর্তমানে ন’ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ পুরো ঘটনার উপর নজর রেখেছে জেলা স্বাস্থ্য দফতর কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামের ছোট ছোট বাচ্চারা মাঠে খেলা করছিল। খেলা করতে করতে একটি গাছের ফল তারা খেয়ে ফেলে। স্থানীয় বাসিন্দাদের কথায় ফলটির নাম ভ্যান্ডার। খেলা করে বাড়ি ফিরে সকলেই অসুস্থ হয়ে পরে ওই নয় বাচ্চা। বাচ্চাদের অসুস্থতা দেখে পরিবারের লোকজনরা প্রথমে নিয়ে যায় হরিরামপুর গ্রামের হাসপাতালে।
পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বর্তমানে সেই বাচ্চারা সুস্থ রয়েছে। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিশুদের পরিবারের সদস্যরা।