Heavy Rain: সকাল থেকে শুরু ভারী বৃষ্টিতে, রাস্তার মাঝে ভেঙে পড়ল প্যান্ডেল

West Bengal Weather Update: কলকাতার কিছু অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। নবমীর দুপুরে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া ও বীরভূমের আকাশেও রয়েছে বজ্রগর্ভ মেঘ।

Heavy Rain: সকাল থেকে শুরু ভারী বৃষ্টিতে, রাস্তার মাঝে ভেঙে পড়ল প্যান্ডেল
Image Credit source: TV9 Bangla

Oct 01, 2025 | 2:29 PM

নীলেশ্বর সান্যাল, রনি চৌধুরী ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট

নবমীতে বৃষ্টি হবে, এমন অশনি সঙ্কেত আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল উত্তরবঙ্গে। প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় পুজো পণ্ড হওয়ার অবস্থা।

এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি শুরু হয়েছে অষ্টমীর রাত থেকেই। এছাড়া কোচবিহারে প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ে পূজা প্যান্ডেলের গেট। গেট ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় চলাচল। কোচবিহারের বিনাপানি ক্লাবের গেট এক রাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে।

এলাকার বাসিন্দারা এবং প্রশাসনের লোকেরা রাস্তা পরিষ্কারের কাজ করছেন ভোর থেকেই। একটানা বৃষ্টিতে নাজেহাল কোচবিহার। নবমীর সকাল থেকে ক্রমেই বাড়ছে বৃষ্টি। ধূপগুড়িতেও একই ছবি। রাস্তার মাঝে প্যান্ডেল ভেঙে পড়ায় গাড়ি চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে।

কলকাতার কিছু অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। নবমীর দুপুরে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া ও বীরভূমের আকাশেও রয়েছে বজ্রগর্ভ মেঘ। নিম্নচাপের বৃষ্টিতে বিসর্জনে বিপত্তি ঘটতে পারে, এমন আশঙ্কাও থাকছে। ঝড়ো হাওয়া বইবে। যার জেরে মণ্ডপে ক্ষতির আশঙ্কা রয়েছে।

আজ, বুধবারই ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। বৃহস্পতিবার অতি গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট লাগোয়া অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুজো শেষ হওয়ার আগেই বৃষ্টির জেরে ভয় বাড়ছে সাধারণ মানুষের।