Weather Update: হু হু করে বাড়ছে তিস্তার জল, নামল ধস, এলাকা ভাসছে প্রবল বৃষ্টিতে

Heavy Rain-Storm: আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার রাত থেকেই অতিভারী বৃষ্টি শুরু হয় ডুয়ার্স এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইতে থাকে গোটা এলাকা জুড়ে। আর তাতেই বাড়ে বিপত্তি।

Weather Update: হু হু করে বাড়ছে তিস্তার জল, নামল ধস, এলাকা ভাসছে প্রবল বৃষ্টিতে
ঝড়ে লণ্ডভণ্ড এলাকাImage Credit source: TV9 Bangla

May 31, 2025 | 11:03 AM

রনি চৌধুরী ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট 

দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপের ফাঁড়া কাটলেও নতুন আশঙ্কা উত্তরে। শনিবার সকাল থেকেই টের পাওয়া গেল ঝড়ের তাণ্ডব। প্রবল হাওয়ায় চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। আহত দুই যাত্রী। বরাত জোরে প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন। ডুয়ার্সের বিন্নাগুড়ির ঘটনা। অন্য়দিকে, সিকিমে জারি হয়েছে হাই অ্যালার্ট। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। নেমেছে ধস। হু হু করে বাড়ছে তিস্তার জল।

শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ হলদিবাড়ি থেকে বিন্নাগুড়িগামী রাজ্য সড়কে ঝড়ো হাওয়ায় একটি গাছ ভেঙে পড়ে। চলন্ত গাড়ির ভিতরে থাকা দুজন আহত হন। এমনকী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির উপরও সেই গাছের অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়িটিও। অবরুদ্ধ হয়ে পড়ে হলদিবাড়ি থেকে বিন্নাগুড়িগামী রাজ্য সড়ক। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানারহাট হাসপাতালে।

আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার রাত থেকেই অতিভারী বৃষ্টি শুরু হয় ডুয়ার্স এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইতে থাকে গোটা এলাকা জুড়ে। আর তাতেই বাড়ে বিপত্তি।

অন্যদিকে, সিকিমের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। হু হু করে বাড়ছে তিস্তার জল। পরিস্থিতি মোকাবিলায় চুঙথাং-এ পর্যটকদের পারমিট দেওয়া হচ্ছে না। উত্তর সিকিমে টুং এলাকায় নেমেছে ধস। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে সিকিম।